Advertisment

'বাবাই যৌন নিপীড়ন চালাতেন-লুকিয়ে থাকতাম', ভয়ঙ্কর অভিজ্ঞতা দিল্লি মহিলা কমিশনের প্রধানের

দুঃসহ স্মৃতি

author-image
IE Bangla Web Desk
New Update
Sexually assaulted by my father when I was a child syas DCW chief Swati Maliwal , 'বাবাই যৌন নিপীড়ন চালাতেন-লুকিয়ে থাকতাম', ভয়ঙ্কর অভিজ্ঞতা দিল্লি মহিলা কমিশনের প্রধানের

শিশু অবস্থায় নিজের বাবার হাতেই যৌন নিপীড়নের সম্মুখীন হয়েছিলেন দিল্লির মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল। শনিবার নিজেই সেই লাঞ্ছনার দুঃসহ স্মৃতি তুলে ধরেন তিনি।

Advertisment

যেসব মহিলা নারী ক্ষমতারণে অসাধারণ সাহসিকতা ও অঙ্গীকার প্রদর্শন করেছেন তাঁদের এদিন পুরস্কৃত করে দিল্লির মহিলা কমিশন। একশ জন মহিলাকে সংবর্ধনা জানানো হয়। সেই অনুষ্ঠানেই মালিওয়াল বলেন, এমন এক সময় ছিল যখন ভয়ে কুঁকড়ে বিছানার নিচে লুকিয়ে থাকতেন তিনি।

মালিওয়াল বলেন, “আমি ছোটবেলায় নিজের বাবার দ্বারা যৌন নিপীড়নের শিকার হয়েছিলাম। তিনি আমাকে মারধর করতেন। ভয়ে আমি খাটের নিচে লুকিয়ে থাকতাম। যাঁরা নারী ও শিশুদের নির্যাতন করে তাঁদের কীভাবে শিক্ষা দেওয়ায় যায় আমি ছোটবেলায় সেই চিন্তা করতাম। এছাড়াও ভাবতাম যে, কীভাবে নারীরা তাঁদের প্রাপ্য পেতে পারেন।”

দিল্লির মহিলা কমিশনের প্রধানের কথায়, বাবা তাঁকে চুলের মুটি ধরে দেয়ালে আঘাত করতেন। যার ফলে তিনি একাধিকবার গুরুতর জখম হয়েছেন। বলেন, "আমি চতুর্থ শ্রেণীতে পড়া পর্যন্ত এটা প্রায়ই ঘটতো, তারপরে আমরা তাঁকে ছেড়ে চলে যাই।"

মালিওয়াল জানান, তিনি বিশ্বাস করেন যে একজন ব্যক্তি যখন এই ধরনের চ্যালেঞ্জের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেন, তখন তাঁরা অন্যের ব্যথা বুঝতে পারেন এবং প্রচোলিত ব্যবস্থা বদলে যথেষ্ট উৎসাহী হয়ে ওঠেন। বলেন, “আমি মনে করি আমার সঙ্গে একই ঘটনা ঘটেছে যা এই অতি সাহসী অন্যান্যা পুরস্কারপ্রাপ্তদের জীবনেও ঘটেছে। আমাদের পুরষ্কারপ্রাপ্তরা অতি সংগ্রামী হয়ে আমাদের ইতিবাচকভাবে জীবনযাপন করতে অনুপ্রাণিত করেছেন।”

delhi Sexual harassment
Advertisment