Advertisment

খালিস্তানি-পন্থী স্লোগানে ছেয়ে গেল দিল্লি,  G-20 সম্মেলনের আগে প্রশ্নের মুখে রাজধানীর নিরাপত্তা

দিল্লি পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে তারা। দায়ের করা হয়েছে FIR

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi metro, Khalistan slogans metro station, Khalistan graffiti metro stations Delhi, Delhi metro stations, G20 summit Delhi, Delhi metro Khalistan graffiti, Delhi news, latest news

G-20শীর্ষ সম্মেলনের আগেই নিরাপত্তার বড়সড় ফাঁক, 'দিল্লি বনেগা খালিস্তান...',স্লোগানে ছেয়ে গেল রাজধানী

'দিল্লি বনেগা খালিস্তান...', G-20-এর প্রস্তুতির মেট্রো স্টেশনের দেওয়ালে লেখা ভারত-বিরোধী স্লোগান। দিল্লি পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে তারা।  সব ধরণের আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সূত্রের খবর দিল্লি পুলিশ মেট্রো স্টেশনগুলির সিসিটিভি ফুটেজ স্ক্যান করার কাজ শুরু করেছে।  

Advertisment

আগামী মাসে রাজধানী দিল্লিতে বসতে চলেছে G-20 শীর্ষ সম্মেলন। এ জন্য প্রস্তুতি চলছে জোরকদমে। এদিকে খালিস্তানি সমর্থকরা দিল্লির পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। রবিবার শিবাজি পার্ক, সহ একাধিক মেট্রো স্টেশন এবং সংলগ্ন এলাকায় বিতর্কিত খালিস্তানি-পন্থী স্লোগান দেখা গিয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, 'দিল্লি বনেগা খালিস্তান' এবং 'খালিস্তান গণভোট জিন্দাবাদ'-এর মতো স্লোগান দিল্লির দেওয়ালে স্প্রে করে আঁকা হয়েছে। এই ঘটনার পর দিল্লি পুলিশের স্পেশাল টিম সহ গোয়েন্দা শাখা তদন্তে নেমেছে।

দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে G-20 সম্মেলনের আগে শিখস ফর জাস্টিস (SJF) দিল্লি মেট্রো স্টেশনগুলির ফুটেজ প্রকাশ করেছে। এগুলোতে লেখা আছে খালিস্তানপন্থী স্লোগান। একাধিক মেট্রো স্টেশনের দেওয়ালে  লেখা হয়েছে 'দিল্লি বনেগা খালিস্তান' ও 'খালিস্তান জিন্দাবাদ'।

দিল্লি পুলিশ মেট্রো স্টেশনগুলির সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে যেখানে স্লোগানগুলি  কে বা কারা লিখেছে তা শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এই বিষয়ে সাহায্যের জন্য CISF আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। দেওয়ালে লেখা স্লোগানের খবর পাওয়া মাত্রই দিল্লি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেয়াল ধুয়ে পরিষ্কার করে।

delhi
Advertisment