Advertisment

শাহীনবাগ যোগ, জেএনইউ-য়ের স্কলারের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

শারজিল ইমাম বলেন, 'আমার যে ভিডিও ক্লিপ প্রকাশ হয়েছে তা সম্পাদিত। ওটা থেকে আমার বিরুদ্ধে পুলিশ কিছুই প্রমাণ করতে পারবে না।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শারজিল ইমাম

জেএনইউয়ের পিএইচডি স্কলার শারজিল ইমাম সিএএ-এর প্রতিবাদ করে যুক্ত হয়েছিলেন 'শাহীনবাগের' আন্দোলনে। আলিগড় বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঝড় তুলেছিলেন স্লোগানে। এবার দেশদ্রোহিতার অভিযোগে তাঁর বিরুদ্ধেই দায়ের হল মামলা। শারজিল বিরুদ্ধে আসাম, উত্তরপ্রদেশ ও অরুণাচল প্রদেশে মামলা দায়ের হয়েছে। গেরুয়া শিবিরের তরফে অভিযোগ, শারজিলই শাহীনবাগ আন্দোলনের 'মূল উদ্যোক্তা।'

Advertisment

সম্প্রতি সিএএ বিরোধী শারজিল ইমামের স্লোগানের বেশ কয়েকটি ভিডিও বিজেপির তরফে প্রকাশ করা হয়। ওই ভিডিওতে জেএনইউয়ের পিএইচডি স্কলারের মুখে শুনতে পাওয়া বেশ কিছু স্লোগানকে কেন্দ্র করেই নান প্রশ্ন তোলেন বিজেপি মুখপাত্র থেকে আসামের মন্ত্রী। পদ্ম বাহিনীর মুখপাত্র সম্বিত পাত্র বলেন, 'আসামে সড়ক অবরোধ করে সিএএ বিরোধী আন্দোলনকে জোড়াল করতে বলেছিলেন শারজিল। তিনি মনে করেছিলেন এতেই কেন্দ্র বাধ্য হবে সিএএ বিলোপ করতে। এই ধরনের আন্দোলনকে 'জিহাদের নতুন দিক' বলেও যানান তিনি। সম্বিত পাত্রের কথায়, 'শাহীনবাগে ভারতের স্বাধীনতা শেষ করার ষড়যন্ত্র করা হয়েছিল'।

আরও পড়ুন: সিএএ মামলায় সুপ্রিম নাটক, এজলাসে কে কী বললেন?

গুয়াহাটিতে আসামের অর্থমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, 'ইমাম-ই শাহীনবাগ আন্দোলনের মূল উদ্যোক্তা। নানান ধরনের মিথ্যা কথা বলেছেন ওই স্কলার। বলা হয়েছে, আসামে বাঙালি, হিন্দু ও মিসলমান হত্যা হচ্ছে...ন্যায় বিচারের জন্য ওঁর বিরুদ্ধে আমরা আইনের দ্বারস্থ হব।' কেন্দ্রীয় মন্ত্রী জীতেন্দ্র সিং তোমরও শারজিলের বিরুদ্ধে সরব হন।

শারজিল ইমাম বর্তমানে জেএনইউ থেকে আধুনিক ইতিহাসে পিএইচডি করছেন। বম্বে আইআইটি থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক তিনি। প্রথম থেকেই শাহিনবাগ আন্দোলনে জড়িয়ে ছিলেন তিনি। জানা গিয়েছে ১৬ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত শাহিনবাগ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন শারজিল। এরপর ১৬জানুয়ারি-র এক বক্তৃতায় সে শাহিনবাগের আন্দোলনের সমালোচনা করেন। শনিবার এই আন্দোলনের বর্তমান আহ্বায়ক নীরাজ খান বলেন, 'নিজের প্রচারের জন্য এই মঞ্চকে ব্যবহার করছে সে। আন্দোলকারীদের চাপে এখান থেকে বেরোতে বাধ্য হয়েছে সে। একমাত্র সংবিধান রক্ষার জন্যই মহিলাদের নেতৃত্বাধীন আমাদের এই আন্দোলন।'

আরও পড়ুন: কেরালা, পাঞ্জাবের পর রাজস্থান বিধানসভায় পাস সিএএ বিরোধী প্রস্তাব

আসামের ডিজি শারজিল ইমামের একটি ভিডিও অ্যাটাচ করেছেন, যেখানে দেখা যাচ্ছে 'ইউথ নীতি' নামক ইউটিউব চ্যানেলে বক্তব্য রাখছেন ওই পড়ুয়া। ১৭ জানুয়ারি ওই চ্যানেলে সেটি প্রকাশিত হয়েছে। বলা হয়েছে সিএএ বিরোধী আলিগড় বিশ্ববিদ্যালয়য়ের ৩২তম দিনে ভাষণ দিচ্ছেন ইমাম।

আলিগড়ের এসএসপি অক্ষয় খুলহারের দাবি, 'শনিবার জেএনইউয়ের স্কলার দেশদ্রোহিতার মামলা হয়েছে। তাঁকে গ্রেফতারের জন্য দিল্লিতে গিয়েছে পুলিশের দল। দেশভাগের পক্ষে তাঁর ভাইরাল ভিডিও-র উপর ভিত্তি করে এই মামলা করা হয়েছে।'

সানডে এক্সপ্রেসকে অভিযুক্ত পড়ুয়া শারজিল ইমাম বলেছেন, 'আমি শান্তিপূর্ণ পথে প্রতিবাদ, সড়ক অবরোধের কথা বলেছিলাম। আসলে চাক্কা জ্যামের কথা বলেছিলাম।' তাঁর যে ভিডিও প্রকাশ করা হয়েছে তা সম্পাদিত অংশ বলে অভিযোগ করেছেন শারজিল। তাঁর কথায়, 'সম্পাদিত ভিডিও প্রকাশ করা হয়েছে। ওটা থেকে আমার বিরুদ্ধে পুলিশ কিছুই প্রমাণ করতে পারবে না।'

আরও পড়ুন: ফের পথে মমতা, সিএএ বিরোধিতায় একঝাঁক কর্মসূচি তৃণমূলের

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র অধ্যাপক শাফেয় কিদওয়াই-য়ের তরফে শারজিলের বক্তব্যকে 'আপত্তিকর' বলা হয়েছে। পুলিশকে কড়া ব্যবস্তা নেওয়ারও আর্জি করেছেন কিদওয়াই।

শাহিনবাগ আন্দোলনকে 'দিশাহীন' বলে এদিন কটাক্ষ করেন বিজেপি মুখপাত্র। দেশের স্বাধীনতায় আঘাত হানার জন্য সেখানে ষড়যন্ত হচ্ছে ও তাদের কাছে সেই প্রমাণ রয়েছে বলেও দাবি করে সম্বিত পাত্র। এ প্রসঙ্গ টেনে কংগ্রেস ও আপ-এরও নিন্দা করে পদ্ম বাহিনী।

Read the full story in English

JNU nrc caa
Advertisment