রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর পদে বসতে চলেছেন শক্তিকান্ত দাস। এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা রয়টার্স। নোট বাতিলের সময় কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক দফতরের সচিব ছিলেন বর্তমানে অবসরপ্রাপ্ত শক্তিকান্ত দাস।
১৯৮০ ব্যাচের তামিলনাড়ু ক্যাডারের আইএএস অফিসার শক্তিকান্ত দাস তাঁর দীর্ঘ কর্মজীবনে তামিলনাড়ু ও ভারত সরকাররের একাধিক গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। কেন্দ্রের অর্থনীতি বিষয়ক দফতরের সচিব পদের পাশাপাশি রাজস্ব সচিব হিসাবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। দেশের পঞ্চদশ অর্থ কমিশনের সদস্যও ছিলেন তিনি। আর এবার রিজার্ভ ব্যাঙ্কের ২৫তম গভর্নরের দায়িত্বে তিনি।
সোমবার বিশেষ ব্যক্তিগত কারণ দেখিয়ে আরবিআই গভর্নরের পদ থেকে ইস্তফা দিয়েছেন উর্জিত প্যাটেল। উল্লেখ্য, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে রিজার্ভ ব্যাঙ্কের ২৪তম গভর্নর পদে মনোনীত হন উর্জিত প্যাটেল। তাঁর মেয়াদ ছিল তিন বছর। কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করায় পদ থেকে সরতে হয় প্যাটেলের পূর্বসূরি রঘুরাম রাজনকে। রিজার্ভ ব্যাঙ্ক এবং কেন্দ্রীয় সরকারের মধ্যে সম্পর্ক তলানিতে এসে ঠেকেছিল গত অক্টোবর থেকেই। কয়েকটি বিষয়ে সরকার ক্রমশ চাপ সৃষ্টি করছিল রিজার্ভ ব্যাঙ্কের উপর, যার মধ্যে অন্যতম ছিল ব্যাঙ্কে বাড়তি অর্থের জমা থাকা।
মঙ্গলবার পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের বহুপ্রতীক্ষিত ভোটগণনার ঠিক আগের সন্ধ্যায় উর্জিত প্যাটেলের পদত্যাগ অস্বস্তিতে ফেলেছিল মোদী সরকারকে। এদিন পাঁচ রাজ্যের ভোটে বিজেপি পর্যুদস্ত হলেও, বিকালের মধ্যেই প্রকাশ্য এল পরবর্তী আরবিআই সচিবের নাম।