Advertisment

'ধর্মীয় ভাবাবেগে আঘাত', শশী থারুরকে আদালতের সমন

"আমি নিজে শিবের উপাসক। অভিযুক্ত দেশের ভেতরে এবং বিদেশে ছড়িয়ে থাকা শিবের কোটি কোটি ভক্তের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন"। অভিযোগে এমনটাই লিখেছেন বব্বর।  

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

২০১৮ সালের ৭ জুনের এক অভিযোগের জেরে শনিবার কংগ্রেস নেতা শশী থারুরকে সমন করল আদালত। নাম না করে থারুর বলেছিলেন এক আর.এস.এস নেতা মোদীকে তুলনা করেছিলেন "শিবলিঙ্গের ওপর বসে থাকা কাঁকড়াবিছে'র সঙ্গে। এই মন্তব্যের প্রেক্ষিতেই কংগ্রেসের প্রাক্তন সাংসদকে সমন পাঠিয়েছে আদালত।

Advertisment

অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট সমর বিশাল থারুরের বিরুদ্ধে আনা এক বিজেপি নেতার অপরাধমূলক অবমাননার অভিযোগের শুনানি করেছেন। বিজেপি নেতা রাজীব বব্বরের অভিযোগ, কংগ্রেস নেতা লক্ষ লক্ষ মানুষের বিস্বাসে আঘাত হেনেছেন।

আরও পড়ুন, তথ্য গোপনের জন্য আরবিআইকে সুপ্রিম ভর্ৎসনা

"আমি নিজে শিবের উপাসক। অভিযুক্ত দেশের ভেতরে এবং বিদেশে ছড়িয়ে থাকা শিবের কোটি কোটি ভক্তের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন"। অভিযোগে এমনটাই লিখেছেন বব্বর।

ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ নম্বর ধারায় অবমাননার অভিযোগ আনা হয়েছে শশী থারুরের বিরুদ্ধে।

২০১৮ সালের অক্টোবরে বেঙ্গালুরু সাহিত্য উৎসবে নাম না করে এক আরএসএস নেতার মন্তব্য উল্লেখ করেছিলেন প্রকাশ্যে। বলেছিলেন, "এক আরএসএস নেতা এক অসাধারণ তুলনা টেনেছেন মোদীর সঙ্গে। বলেছেন নরেন্দ্র মোদী হলেন শিবলিঙ্গের ওপর বসে থাকা এক কাঁকড়াবিছে। হাত দিয়ে সরাতেও পারবেন না, আবার চপ্পল দিয়ে মারতেও পারবেন না"।

Read the full story in English

Shashi Tharoor
Advertisment