Advertisment

মাথায় গুরুতর আঘাত শশী থারুরের, পড়ল ছ'টি সেলাই

ভিশু, অর্থাৎ মালয়ালাম নতুন বছর উপলক্ষে 'তুলাভরম' নামক প্রাচীন প্রথা পালন করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর।

author-image
IE Bangla Web Desk
New Update
shashi tharoor head injury

আহত শশী থারুর

কেরালার গান্ডারিয়াম্মান কোভিল মন্দিরে ভিশু, অর্থাৎ মালয়ালাম নতুন বছর উপলক্ষে 'তুলাভরম' নামক প্রাচীন প্রথা পালন করতে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেলেন তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুর। 'তুলাভরম' কেরালার একটি প্রাচীন প্রথা, যাতে মন্দিরের আরাধ্য দেবতাকে একজন মানুষের সমান ওজনের সামগ্রী অর্পণ করা হয়।

Advertisment

কংগ্রেস সূত্রের খবর, মাথায় আঘাত পাওয়ার ফলে ছ'টি সেলাই করাতে হয়েছে থারুরকে। তিরুবনন্তপুরম লোকসভা কেন্দ্রের দু'বারের সাংসদের মাথায় ওজন যন্ত্রের লোহার 'হুক' খুলে পড়ে যাওয়াতেই এই বিপত্তি ঘটে বলে জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে পায়েও সামান্য আঘাত লেগেছে তাঁর।

ঘটনার সময় সাংসদের সঙ্গে ছিলেন তাঁর পরিবারের কিছু সদস্য, এবং দলীয় নেতা-কর্মীরা, যাঁদের মধ্যে ছিলেন বিধায়ক ভি এস শিবকুমার। সংবাদ সংস্থা পিটিআই-কে পার্টির সদস্যরা জানিয়েছেন, ওজন যন্ত্রের একটি অর্ধে বসেন থারুর, এবং প্রায় সঙ্গে সঙ্গেই ওপর থেকে লোহার 'হুক' খুলে পড়ে তাঁর মাথায়।

প্রসঙ্গত, 'তুলাভরম' এমন এক হিন্দু আচার, যার দ্বারা বিশেষ কোনও ব্যক্তিকে দেবসেবার সুযোগ দেওয়া হয়, তাঁর ওজনের সমান সামগ্রী মন্দিরে দান করার। এই দানসামগ্রীর মধ্যে সাধারণত থাকে ফুল, শস্য, ফল, বা ওই জাতীয়।

স্থানীয় টিভি চ্যানেলগুলির ফুটেজ থেকে দেখা যায়, মাথায় মোটা করে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় হুইলচেয়ারে বসে হাসপাতালে ঢুকছেন থারুর, গায়ের জামা রক্তে মাখামাখি। প্রাথমিকভাবে তাঁকে তিরুবনন্তপুরম জেনারেল হাসপাতালে ভর্তি করা হলেও পরে শহরের মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়, জানিয়েছে 'মাতৃভূমি' সংবাদপত্র। তাদের প্রতিবেদনে আরও বলা হয়েছে, থারুরের অবস্থা আপাতত স্থিতিশীল, এবং অভ্যন্তরীণ আঘাত লেগেছে কিনা তা জানতে একাধিক স্ক্যান করা হয়েছে তাঁর।

এর আগে টুইটারে তাঁর ৬.৮৫ মিলিয়ন অনুগামীকে থারুর জানান ভিশুর শুভেচ্ছা। টুইটে লেখেন, "বহু বছর বাদে এবার আমি ও আমার বোনেদের এই সৌভাগ্য হলো, যে ভিশু কানি'র দিন আমাদের মা আমাদের চোখ খুলে দিলেন। ছোটবেলার দিনগুলো ফিরে পাওয়ার যে কী আনন্দ! সবাইকে ভিশুর শুভেচ্ছা, দুর্দান্ত কাটুক আগামী বছরটা!"

CONGRESS Shashi Tharoor
Advertisment