Aryan Khan: আমার কোনও সন্তান মাদকাসক্ত নয়। কোনও বাজে কাজের সঙ্গে তাঁদের নাম জড়ায়নি। সাম্প্রতিক সাক্ষাৎকারে এভাবেই আরিয়ান-কাণ্ডে সরব হয়েছেন শত্রুঘ্ন সিনহা। তবে আরিয়ানকে গ্রেফতার প্রশ্নে রাজনৈতিক ইন্ধন থাকতে পারে। এমন আশঙ্কাও করেছেন তিনি। প্রবীণ এই অভিনেতা বলেন, ‘জন-বিরোধী ইস্যুগুলো থেকে নজর ঘোরাতে কিংবা শাহরুখের সঙ্গে গোপন কোনও সমঝোতা করতে আরিয়ানকে গ্রেফতার করা হতে পারে।
তবে, আরিয়ান-কাণ্ডে সন্তান লালন-পালনে খামতি আছে বলিউডের কিং খানের। এমন মন্তব্যও করেছেন তিনি। শত্রুঘ্ন সিনহা বলেছেন, ‘ব্যস্ততার মধ্যেও সন্তানদের জন্য সময় বের করা উচিত। তারকা বাবা-মায়ের জন্য এটা একটা বড় পরীক্ষা। কিন্তু আমি মনে করি যে আদর্শ বহন করছি, সেটাই পরিবারের মধ্যে ছড়িয়ে দেওয়া উচিত। আমি তামাক-বিরোধী, মাদক-বিরোধী প্রচারের পক্ষে। সেই আদর্শে বিশ্বাসও করি।‘
খানিকটা জোর গলায় এই প্রবীণ অভিনেতা বলেছেন, ‘আমি খুব ভাগ্যবান কারণ আমার সন্তানদের লালন-পালন সঠিক। লব, কুশ কিংবা সোনাক্ষী, কারও কোনও বদভ্যাস নেই। কোনও মাদকাসক্তি নেই, খারাপ কাজে তাঁদের নাম জড়ায়নি কিংবা তাঁদের নিয়ে কোনও গুজব রটেনি।‘ পাশাপাশি, আরিয়ান খানের জামিনে স্বস্তি প্রকাশ করে এই অভিনেতা বলেন, ‘ন্যায় পাওয়া উচিত, আর এখানেই সেটাই হয়েছে।‘
আরও পড়ুন শাহরুখের মান-মর্যাদা দেখে হতবাক উর্মিলা! আরিয়ান বাড়ি ফেরায় জুহি বললেন, ‘বড় স্বস্তি পেলাম’
এদিকে, জামিন মেলার প্রায় দুই দিন পর ঘর ওয়াপসি হয়েছে আরিয়ান খানের। শনিবার সকালে আর্থার রোড জেল থেকে বান্দ্রার মান্নত পর্যন্ত শাহরুখ অনুরাগীদের জমায়েত ছিল চোখে পড়ার মতো। রীতিমতো ঢোল-তাসা, শাহরুখ ফ্যান ক্লাবের ব্যানার নিয়ে মান্নতের সামনে জড়ো হয়েছিলেন তাঁরা। তাঁদের অনেকেই মনে করেন, ‘আরিয়ান খানের এতদিন জেলে থাকা উচিত ছিল না।‘ কেউ আবার বলেছেন, ‘পরিবারের দুঃসময়ে প্রার্থনা কাজে লাগে। শাহরুখ ভাইয়ের জন্যও সেই প্রার্থনা করা হয়েছিল।‘
এরই মধ্যে শাহরুখ ফ্যান ক্লাবের একটি পোস্টার শনিবার চোখে পড়ার মতোন ছিল। সেই পোস্টারে উল্লেখ, ‘যার সাফল্যকে আটকানো যায় না, বদনাম করে তাঁকে আটকানো হয়।‘ এই ফ্যান ক্লাবের অন্যতম সদস্য হাজি মুকেশ বলেন, ‘দীপাবলির আগেই আরিয়ান খান ছাড়া পেলেন আমরা খুব খুশি।‘
মুকেশের দাবি, ‘চলতে চলতে আর ডিডিএলজি তাঁর সবচেয়ে ভালো লাগার ছবি।‘ তিনি বলেছেন, ‘একজন ছেলে বাড়ি ফিরে মা-বাবার সঙ্গে দীপাবলি উদযাপন করবেন। এর চেয়ে বড় আনন্দের খবর আর কী হতে পারে!’ দমনের বাসিন্দা, পেশায় ইঞ্জিনিয়ার, জৈন হাসান আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকেই পালা করে মুম্বই এসছেন। যেদিন যেদিন আদালতে জামিন শুনানি চলেছে তিনি ছুটি নিয়ে হাজির ছিলেন। সেই জৈন হাসানের মন্তব্য, ‘আমি মনে করি, কাছের কারও জন্য মন থেকে প্রার্থনা করলে, সেটা কাজে লাগে। মাদকাসক্ত হওয়া মোটেও ভালো নয়। কিন্তু প্রত্যেক অভিযুক্তের উচিত সঠিক ব্যবহার পাওয়া।‘
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন