Advertisment

শিনা বরা হত্যাকাণ্ডে জামিন পেলেন পিটার মুখার্জি

২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে পিটারের জামিন মঞ্জুর করেছে আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
Sheena Bora case, শিনা বরা হত্যাকাণ্ড, peter mukherjee, পিটার মুখার্জি

পিটার মুখার্জি। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

শিনা বরা হত্যাকাণ্ডে জামিন পেলেন পিটার মুখার্জি। পিটারের জামিন মঞ্জুর করেছে বম্বে হাইকোর্ট। জানা যাচ্ছে, ২ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে পিটারের জামিন মঞ্জুর করেছে আদালত। পুলিশের কাছে তাঁর পাসপোর্ট জমা রাখতে নির্দেশ দিয়েছে আদালত। শিনা বরা হত্যাকাণ্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছিলেন পিটার। ২০১৫ সাল থেকে জেলে রয়েছেন মিডিয়া ব্যারন পিটার মুখার্জি।

Advertisment

প্রাথমিক তদন্তে অপরাধে পিটারের জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি বলে এদিন জানিয়েছে আদালত। এর আগে সিবিআই জানিয়েছিল, শিনা বরাকে হত্যার পিছনে হাত রয়েছে পিটার মুখার্জি, ইন্দ্রাণী মুখার্জি ও তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খান্নার। ২০১৫ সালের এপ্রিল মাস থেকে জেলে রয়েছেন ইন্দ্রাণী ও সঞ্জীব।

আরও পড়ুন: ‘কিছু টিউবলাইট এমনই হয়’, রাহুলকে খোঁচা মোদীর

২০১২ সালের ২৪ এপ্রিল আদালতে শিনা বরা হত্যাকাণ্ডের অন্যতম মূল অভিযুক্ত ইন্দ্রাণীর প্রাক্তন গাড়ি চালক শ্যাম রাই দাবি করেন, ইন্দ্রাণী, তাঁর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না শিনাকে হত্যা করেছেন। এই ষড়যন্ত্রে যুক্ত ইন্দ্রাণীর স্বামী তথা মিডিয়া ব্যারন পিটার মুখার্জিও। এই মামলায় ইন্দ্রাণীর জামিনের আবেদন নাকচ আগে করে দিয়েছিল আদালত।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national
Advertisment