Sheikh Hasina:'ইসকনের সন্ন্যাসীকে অবিলম্বে মুক্তি দিন...' গর্জে উঠলেন শেখ হাসিনা। পাশাপাশি বাংলাদেশে হিন্দুদের একের পর এক হিংসার ঘটনা নিয়ে সরব হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।
ইউনূস সরকারকে হুঁশিয়ারি ছুঁড়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারির তীব্র নিন্দা জানিয়েছেন এবং এই ধরণের পদক্ষেপকে 'অত্যন্ত অন্যায়' বলে অভিহিত করে এবং অবিলম্বে তাঁর মুক্তি দাবি করেছেন।
চিন্ময় কৃষ্ণ দাসকে ২৫ নভেম্বর রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার করে ঢাকা পুলিশের গোয়েন্দা বিভাগ। তিনি বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে বেশ কয়েকটি বিক্ষোভের নেতৃত্ব দিয়েছিলেন।
হাসিনা আরও বলেন, সম্প্রতি চট্টগ্রামে একটি মন্দির পুড়িয়ে দেওয়া হয়েছে এবং এর আগে সংখ্যালঘু সম্প্রদায়ের, মঠ, গির্জা ও বাড়িতে হামলা হয়েছে, লুটপাট ও অগ্নিসংযোগের মত ঘটনা ঘটেছে।
দেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমবর্ধমান হামলা এবং ধর্মীয় স্থানে হামলার ঘটনায় প্রাক্তন প্রধানমন্ত্রীর হাসিনার এই মন্তব্য যথেষ্টই ইঙ্গিতপূর্ণ। তিনি আরও উল্লেখ করেন এই ধরণের ঘটনা বাংলাদেশে ধর্মীয় সহনশীলতা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
চিন্ময় দাস কে?
চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী (Chinmoy Krishna Das)-কে নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে বাংলাদেশে। শুধু বাংলাদেশ বললেই ভুল হবে, ISKCON-এর এই সন্ন্যাসীর গ্রেপ্তারি নিয়ে ভারত সহ একাধিক দেশের উদ্বেগ তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট পদে ফের একবার বসতে চলা ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) তাঁর এক্স হ্যান্ডলে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তারির বিষয়টি উল্লেখ করে বিঁধেছেন বাংলাদেশর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মহম্মদ ইউনুসকে। কে এই চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী? কী তাঁর পরিচয়?
চিন্ময় কৃষ্ণ হিন্দু সম্প্রদায়ের সংগ্রামের প্রতীক হয়ে ওঠেন
চিন্ময়কৃষ্ণ দাস বাংলাদেশের হিন্দু অধিকার সংরক্ষণ আন্দোলনের পরিচিত একটি মুখ। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের সক্রিয় একজন সদস্য। ইসকনের সঙ্গে যুক্ত থাকার পাশাপাশি চিন্ময়ককৃষ্ণ দাস বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের অধিকার নিয়ে বারবার সরব হয়েছেন। এই চিন্ময়কৃষ্ণের আসল নাম চন্দন কুমার ধর। বাংলাদেশের চট্টগ্রামের পুণ্ডরিক ধামের প্রধান তিনি। বাংলাদেশে ইসকনের সংগঠকদের মধ্যে অন্যতম পুরোধা এই চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। তাঁর অগণিত ভক্ত তাঁকে ডাকেন 'চিন্ময় প্রভু' বলে। চলতি বছরের ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র এবং জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে খুনের হুমকি, গ্রেফতার মুম্বইয়ের মহিলা, কী জানাল পুলিশ?
গত সোমবার ঢাকার বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। গত ৩০ অক্টোবর চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ মোট ১৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল বাংলাদেশে। বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা করার অভিযোগে রাষ্ট্রদ্রোহীতার আইনে মামলা করা হয়। সেই মামলার ভিত্তিতেই চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিশ।