Sheikh Hasina will return to Bangladesh: ছাত্র আন্দোলনের জেরে দেশ ছেড়ে পালালেও ফের বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা। একথা হাসিনা নিজে নয়, জানিয়েছেন তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়। আবার বাংলাদেশে ফিরবেন মুজিব-কন্যা। সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয় জানিয়েছেন কোন পরিস্থিতিতে বাংলাদেশে ফিরবেন হাসিনা।
জয় বলেছেন, 'মানছি আমি বলেছিলাম, মা আর দেশে ফিরবেন না। কিন্তু তার পর থেকে গত দুদিনে পরিস্থিতি অনেক বদলেছে। আমাদের দলের নেতাদের উপর ক্রমাগত আক্রমণ শুরু হয়েছে। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, নিজেদের দলের নেতা-কর্মীদের বাঁচাতে যা যা করা প্রয়োজন আমরা তাই করব।'
প্রসঙ্গত, শেখ হাসিনা কোন দেশে আশ্রয় নেবেন তা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ায় তাঁর ছেলে এবং প্রাক্তন উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় সোমবার নিশ্চিত করেন যে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী রাজনৈতিক প্রত্যাবর্তন করবেন না। অর্থাৎ তিনি আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না।
বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ আওয়ারে বক্তব্য রাখতে গিয়ে জয় বলেন, সোমবার সকালে পদত্যাগের পর হাসিনা তাঁর নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন। জয় বলেছিলেন যে হাসিনা রবিবার থেকে পদত্যাগের কথা ভাবছিলেন এবং তাঁর পরিবারের জোরালো পরামর্শের পরে নিরাপত্তার উদ্বেগের কারণে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।
আরও পড়ুন Sheikh Hasina resigns: হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ কী, স্পষ্ট করে দিলেন ছেলে সজীব জয়
কী বলেছেন সজীব জয়?
জয় তাঁর মায়ের কৃতিত্ব এবং বর্তমান অস্থিরতার মধ্যে পার্থক্য তুলে ধরে হাসিনার গভীর হতাশা প্রকাশ করেছেন। বিবিসির সঙ্গে কথা বলার সময় জয় বলেন, 'তিনি বাংলাদেশকে ঘুরে দাঁড় করিয়েছেন। যখন তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন, তখন দেশটি লড়াই করছিল, কিন্তু এখন এটিকে এশিয়ার ক্রমবর্ধমান বাঘ হিসাবে দেখা হচ্ছে। তাঁর হতাশা অপরিসীম,' জয় যোগ করেছেন।
বিক্ষোভকারীদের মোকাবিলায় সরকারের কঠোর পদক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করে জয় বলেন, 'আপনারা পুলিশ সদস্যদের পিটিয়ে মেরেছেন – রবিবারই ১৩ জন পুলিশকে খুন করা হয়েছে। সুতরাং যখন জনতা মানুষকে পিটিয়ে হত্যা করছে তখন পুলিশ কী করবে বলে আপনি আশা করেন?'
হাসিনা দেশ ছাড়ার কথা জানতে পারেননি তাঁর দল আওয়ামি লিগের অনেক নেতা-কর্মী। হাসিনা পালানোর পর অনেকেই বিক্ষোভকারীদের হামলার মুখে পড়েন। দলীয় কার্যালয়, বাড়ি থেকে টেনে বের করে অনেক নেতা-কর্মীকে খুন করা হয়। অনেকেই হাসিনার উপর ক্ষোভ উগরে দেন। মন্ত্রিসভার এক সদস্য তো বলেই দেন, 'আমাদের এভাবে বিপদের মধ্যে ফেলে রেখে কী ভাবে চলে গেলেন উনি!'
আরও পড়ুন কেন হাসিনার ওপর এতটা খেপে গেলেন পড়ুয়ারা, কী করেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী?
এই দলীয় ক্ষোভ প্রশমন করতেই এদিন জয় স্পষ্ট করেন, 'আওয়ামি লিগ বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রাচীনতম রাজনৈতিক দল। শেখ মুজিবুর রহমানের পরিবার আমরা। আমরা এভাবে অবলীলায় আমাদের দেশের মানুষ, দলের নেতা-কর্মীদের থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। উনি (শেখ হাসিনা) দেশে ফিরবেন। বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হলেই ফিরবেন।'
হাসিনার পুত্র জয় বাংলাদেশের নতুন সরকারের কাছে আর্জি জানিয়েছেন, 'দয়া করে দেশে আইন ও শৃঙ্খলার পুনঃপ্রতিষ্ঠা করুন। কারণ, দেশে চূড়ান্ত অরাজকতা চলছে। দেশটা ক্রমেই দ্বিতীয় আফগানিস্তান হয়ে উঠছে।' বাংলাদেশে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে জয় সাহায্য চেয়েছেন ভারত সরকারেরও। হাসিনাকে আশ্রয় দেওয়ার জন্য ভারতের নরেন্দ্র মোদী সরকারকে ধন্যবাদ দিয়ে জয় বলেছেন, 'আওয়ামি লিগ ভারতের সব সময়ের সহযোগী। তাই আমরা চাই, ভারত আন্তর্জাতিক চাপ তৈরি করে বাংলাদেশে আওয়ামি লিগ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করুক।' জয় আরও বলেছেন, 'আওয়ামি লিগ কিন্তু মরে যায়নি। আওয়ামি লিগ বাংলাদেশকে স্বাধীন করেছে। আওয়ামি লিগকে শেষ করা সম্ভব নয়।'