শিমলার জলসংকট ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। ভরা পর্যটন মরশুমে জলের জন্য হাহাকার চলছিল বেশ কিছুদিন ধরেই হিমাচলপ্রদেশের রাজধানী শহরে। সে পরিস্থিতি কাটার বদলে যে আরও ভয়াবহ হয়ে উঠেছে, তা টের পাওয়া গেল আজ। ১৬ দিন ধরে জল না পেয়ে আজ প্রকাশ্যে আত্মহত্যার হুমকি দিলেন এক শিমলাবাসী।
WATCH: Shimla resident threatens to immolate self over water shortage. pic.twitter.com/yuqgNmUQIA
— The Indian Express (@IndianExpress) May 31, 2018
আরও পড়ুন, Shimla Water Crisis: ভরা ট্যুরিস্ট সিজনে জলের জন্য হাহাকার শিমলায়
গত বেশ কিছুদিন ধরেই তীব্র জলসংকট দেখা দিয়েছে এই পাহাড়ি শহরে। জল নিয়ে এত খারাপ অবস্থার মধ্যে এ শহর আগে কখনও পড়েনি। জলসংকটের জেরে আদালত রায় দিয়েছে, এক সপ্তাহের জন্য সমস্ত নির্মাণ কাজ বন্ধ রাখতে হবে শিমলা শহরে। বন্ধ রাখতে হবে গাড়ি ধোয়ার কাজও। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে কোর্ট এও জানিয়ে দিয়েছে জল সরবরাহের ক্ষেত্রে কোনও বাড়তি সুবিধা দেওয়া যাবে না ভিআইপিদের।