Advertisment

শবরীমালায় মহিলারা ঢুকলেই গণআত্মহত্যা, হুমকি শিবসেনার

এক শিবসৈনিকের দাবি, "১৭ এবং ১৮ অক্টোবর পাম্বা নদীর কাছে আমাদের মহিলা কর্মীরা দলবদ্ধভাবে উপস্থিত থাকবেন। যদি একজন মহিলাও শবরীমালা মন্দিরে প্রবেশের চেষ্টা করেন, তাহলে আমাদের মহিলা কর্মীরাও তৎক্ষণাৎ আত্মহত্যা করবেন"।

author-image
IE Bangla Web Desk
New Update
shiv sena

তৈরি প্রমীলা বাহিনী, হুমকি শিবসেনার।

শবরীমালা মন্দিরে মহিলারা প্রবেশ করলেই দলগতভাবে আত্মহত্যা করবেন শিবসেনার মহিলা সদস্যরা, এমনটাই হুমকি উদ্ধব ঠাকরের দলের কেরালা শাখার। শবরীমালা মন্দিরে মহিলাদের প্রবেশাধিকারের বিরুদ্ধে উত্তাল কেরালায় শিবসেনার এই হুমকি নতুন মাত্রা যোগ করেছে। পেরিঙ্গাম্মালা অজি নামের এক শিবসৈনিককে উদ্ধৃত করে সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, "১৭ এবং ১৮ অক্টোবর পাম্বা নদীর কাছে আমাদের মহিলা কর্মীরা দলবদ্ধভাবে উপস্থিত থাকবেন। যদি একজন মহিলাও শবরীমালা মন্দিরে প্রবেশের চেষ্টা করেন, তাহলে আমাদের মহিলা কর্মীরাও তৎক্ষণাৎ আত্মহত্যা করবেন।" প্রসঙ্গত উল্লেখ্য, কেরলের শবরীমালা মন্দিরে সুদীর্ঘকাল ধরে মহিলাদের প্রবেশ নিষিদ্ধ ছিল। ঋতুমতী মহিলারা প্রবেশ করলে দেবস্থানের 'পবিত্রতা ক্ষুণ্ণ হবে', এই ছিল দাবি। কিন্তু, ২৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট এই শতাব্দী প্রাচীন নিষেধাজ্ঞা খারিজ করে দেয়। আদালত জানায়, ঈশ্বেরর প্রতি ভক্তির দোহাই দিয়ে লিঙ্গ বৈষম্য চলতে পারে না এবং এটি ধর্মীয় প্রথাও নয়। আদালতের নির্দেশে সব বয়সের মহিলাই কেরলের শবরীমালায় প্রবেশাধিকার পায়।

Advertisment

আরও পড়ুন- অগ্নিগর্ভ কেরালা, সুপ্রিম নির্দেশ অগ্রাহ্য করে শবরীমালায় মহিলাদের রুখতে পথে ‘ভক্তকুল’

সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেও শবরীমালা মন্দিরে কিছুতেই মহিলাদের প্রবেশাধিকার মেনে নিতে পারছেন না আয়াপ্পার (শবরীমালা মন্দিরের দেবতা) ভক্তবৃন্দ। সে কারণেই বিক্ষোভ চলছে কেরালা জুড়ে। প্রথম থেকেই সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে সোচ্চার শিবসেনা। সুপ্রিম নির্দেশ সামনে আসতেই তা যথাযথভাবে পালন করা হবে বলে জানিয়ে দেয় কেরালার বাম সরকার। এরপর বিরোধিতার ঝাঁঝ আরও বাড়ায় সাবেক 'বালা সাহেব'-এর দল। এরমধ্যে আবার রাজ্য সরকার এই রায়ের প্রেক্ষিতে রিভিউ পিটিশন দায়ের করুক বলে দাবি জানায় পান্ডালাম-এর রাজ পরিবার। তাদের আরও দাবি, হয় সরকার নিজে রিভিউ পিটিশন দায়ের করুক অথবা ট্রাভাঙ্কর দেবাসম বোর্ডকে তা দায়ের করতে বলুক। কিন্তু পিনারাই বিজয়ন সরকার সরাসরি জানিয়ে দেয় যে তারা কোনও অবস্থাতেই এ বিষয়ে রিভিউ পিটিশন জমা করবে না, বরং দেশের শীর্ষ আদালতের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে সবরকম প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।

আরও পড়ুন- মহিলারা শবরীমালায় প্রবেশ করলে দু’টুকরো করে দেওয়া উচিত: মালয়ালম অভিনেতা কোল্লাম তুলসি

উল্লেখ্য, গত শুক্রবার শবরীমালা ইস্যুতে কেরালার মন্ত্রী কাদাকামপাল্লি সুরেন্দ্রনের বাসগৃহের বাইরে জটলা তৈরি হয়। সেখানে বিক্ষোভ দেখায় বিজেপি-র যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা। এদিকে, চলতি মাসের ১৭ তারিখ মাসিক পূজার জন্য খুলতে চলেছে শবরীমালা মন্দির।  তারমধ্যে বিক্ষোভ এবং শিবসেনার এই নয়া হুমকি পরিস্থিতিকে আরও জটিল করে তুলল বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Read this story in English

shiv sena
Advertisment