Advertisment

Chhatrapati Shivaji: ছত্রপতি শিবাজীর বীরত্বকে স্মরণ, জন্মবার্ষিকীতে মোদীর বিনম্র শ্রদ্ধা

বিরোধী নেতা রাহুল গান্ধীও শিবাজীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
modi shivaji tribute

ছত্রপতি শিবাজি মহারাজের মূর্তির প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। (সূত্র: X/@narendramodi)

ছত্রপতি শিবাজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। আজ ছত্রপতি শিবাজীর জন্মবার্ষিকী। দেশজুড়ে তাঁকে স্মরণ করে শ্রদ্ধা জানানো হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও আজ ছত্রপতি শিবাজিকে তাঁর জন্মবার্ষিকীতে স্মরণ করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করেছেন।

Advertisment

শিবাজীকে স্মরণ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, "আমি ছত্রপতি শিবাজি মহারাজকে তাঁর জন্মবার্ষিকীতে প্রণাম জানাই।" তিনি এক্স-এ এক পোস্টে বলেছেন, "ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি। তিনি ছিলেন একজন দূরদর্শী নেতা, নির্ভীক যোদ্ধা, সংস্কৃতির রক্ষক এবং সুশাসনের প্রতীক, ছত্রপতি শিবাজীর অসামান্য নেতৃত্ব আজও তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। সত্য ও ন্যায়ের তিনি ছিলেন আপোষহীন যোদ্ধা। তাঁর স্বপ্ন পূরণে আমরা অঙ্গীকারবদ্ধ"।

বিরোধী নেতা রাহুল গান্ধীও শিবাজীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেন। এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, "ছত্রপতি শিবাজি মহারাজের প্রতি শ্রদ্ধাশীল শ্রদ্ধা, সাহস ও সাহসিকতার মূর্ত প্রতীক। তিনি সাহসিকতা ও বীরত্বের উদাহরণ। অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে তাঁর নির্ভীক মানসিকতা আমাদের সবাইকে সবসময় অনুপ্রাণিত করে চলেছে।"

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতা অমিত শাহও শ্রদ্ধা নিবেদন করে লিখেছেন, "বীরত্ব এবং আত্মসম্মানের প্রতীক ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জন্মবার্ষিকীতে অভিনন্দন। শিবাজি মহারাজ ভারতীয় সংস্কৃতি ও স্বাধীনতা রক্ষার জন্য মুঘল ও অন্যান্য বিদেশী শক্তির বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাঁর বীরত্ব,অদম্য সাহসিকতা হিন্দু সাম্রাজ্যের ভিত্তি মজভুত করেছিল। ভারতীয় সংস্কৃতির প্রতি ছত্রপতি শিবাজী মহারাজের অটল ভক্তি এবং নারীদের প্রতি শ্রদ্ধার নীতি আজও আমাদের অনুপ্রাণিত করে।"

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখেছেন, "অনন্য যোদ্ধা, মহান কৌশলবিদ এবং প্রশাসক, 'হিন্দ স্বরাজ'-এর প্রতিষ্ঠাতা, ছত্রপতি শিবাজী মহারাজকে তাঁর জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা! তাঁর সাহসিকতার গল্প সকলকে জাতির সেবা আমাদের সবসময় অনুপ্রাণিত করে"

এর পাশাপাশি ভারতীয় জাতীয় কংগ্রেস (INC) প্রধান মল্লিকার্জুন খাড়গে, জাতীয় কংগ্রেস পার্টির সভাপতি শরদ পাওয়ার, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট এবং বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা আজ ছত্রপতি শিবাজিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

modi
Advertisment