Advertisment

'ভয় না পেয়ে করোনা পরীক্ষা করান' হাসপাতালের বেড থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

মানসিকভাবে নিজেকে ঠিক রেখেছেন। কোভিড-১৯ ভাইরাসে পজিটিভ আসার পরই হাসপাতালে ভর্তি হন শিবরাজ চৌহান।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফাইল চিত্র

দেশে করোনা ঝড়ে প্রতিদিনই রেকর্ড তৈরি হচ্ছে। সেই আবহে রক্ষা পেলেন না মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানও। তবে মানসিকভাবে নিজেকে ঠিক রেখেছেন। কোভিড-১৯ ভাইরাসে পজিটিভ আসার পরই হাসপাতালে ভর্তি হন শিবরাজ চৌহান। জানা গিয়েছে এখন অনেকটাই সুস্থ আছেন তিনি।

Advertisment

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি হওয়ার পরই চিন্তা বৃদ্ধি হয় সে রাজ্যে। তাই রাজ্যবাসীকে আশ্বস্ত করতে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী চৌহান। তিনি সাফ জানান এই ভাইরাসে আক্রান্ত হলেও ভয়ের কিছু নেই। তিনি বলেন, "যখনই করোনার উপসর্গ টের পাবেন তখনই পরীক্ষা করান। রিপোর্ট পিজিটিভ এলে অবিলম্বে ট্রিটমেন্ট শুরু করুন।"

মুখ্যমন্ত্রী এও বলেন, "করোনা পরীক্ষা এবং চিকিৎসার মাধ্যমে সহজেই জয় করতে পারবেন এই ব্যাধিকে।" এরপরই তিনি বলেন, "এই ভাইরাসকে রুখতে এই পথ তা হল মাস্ক পরে থাকা এবং সামাজিক দূরত্ব মেনে চলা। এই অস্ত্র দিয়েই করোনা বধ সম্ভব।"

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

coronavirus COVID-19
Advertisment