সিএএ ও ৩৭০ ধারা নিয়ে এবার মোদী সরকারের বিরুদ্ধে সরব হলেন দেশের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা প্রাক্তন বিদেশ সচিব শিবশঙ্কর মেনন। এই দুই পদক্ষেপের জেরে ভারত নিজেদের বিচ্ছিন্ন করে ফেলেছে বলে মনে করেন প্রাক্তন এই আমলা।
শিবশঙ্কর মেনন বলেন, 'জম্মু-কাশ্মীর-সহ একাধিক ইস্যুতে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে ভারত। শুধুমাত্র দেশের ভেতরই নয়, আন্তর্জাতিক মহলেও এখন ভারতের সমালোচনা শুরু হয়েছে। গত কয়েক মাসে ভারত সম্পর্কে ধরানার বদল ঘটেছে। এমনকি বন্ধু দেশের সমর্থনও মিলবে কিনা তা অজানা। এই পরিস্থিতির জন্য আমরাই দায়ী।' উদাহরণ হিসাবে তিনি ফান্স, জার্মানির কথাও তুলে ধরেন।
আরও পড়ুন: ‘সিএএ প্রসঙ্গে কোনও রাজ্যেরই মত নেয়নি কেন্দ্র’
সিএএ এবং এনআরসি নিয়ে বিতর্কেই মধ্যেই ভারতের দূত হিসাবে মার্কিন কংগ্রেসের একটি প্রতিনিধি দলের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক এড়িয়ে যান বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। মন্ত্রীর এই পদক্ষেপ ঘিরে প্রশ্ন উঠতে শুরু করে। এপ্রসঙ্গে প্রাক্তন বিদেশ সচিবের দাবি, 'বিচ্ছিন্নতা ক্রমশ গভীর হচ্ছে। তাই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক এড়িয়ে যেতে হয়েছে বিদেশমন্ত্রীকে।'
আরও পড়ুন: আসামের ডিটেনশন ক্যাম্পে ফের প্রাণ গেল বন্দির, মৃতের সংখ্যা ২৯
মেনন বলেন, 'বিভিন্ন ইস্যুতে ভারত আগে বিশ্বের কাছে মডেল ছিল। কিন্তু, বর্তমানে সেই পরিস্থিতির বদল ঘটছে। পাকিস্তান অসহিষ্ণু দেশ। যদিও আমরা গত কয়েক মাসে পাকিস্তানের সঙ্গে নিজেদের এক আসনে বসিয়ে ফেলেছি।'
সিএএ-র সমালোচনা করেছে রাষ্ট্রসংঘের হাই কমিশন। ৩৭০ ধারার জন্য ৪০ বছর পর রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর নিয়ে আলোচনা হয়েছে। যা আন্তর্জাতিক মহলে ভারতের সম্মানহানি করেছে বলে মত শিবশঙ্কর মেননের।
Read the full story in English