Advertisment

Mahakumbh Fire: মহাকুম্ভে অন্তর্ঘাত! আগুন লাগার ঘটনায় বিরাট রহস্য ফাঁস

Mahakumbh Fire: মহাকুম্ভে অন্তর্ঘাত! আগুন লাগার ঘটনায় বিরাট রহস্য ফাঁস প্রয়াগরাজ মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বড় দাবি করলেন গোরক্ষপুর গীতা প্রেসের ট্রাস্টি কৃষ্ণ কুমার খেমকা।

author-image
IE Bangla Web Desk
New Update
Mahakumbh Fire

অগ্নিকাণ্ডে ২৫০ টিরও বেশি তাঁবু পুড়ে ছাই হয়ে গেছে। Photograph: (ফাইল চিত্র)

Mahakumbh Fire: মহাকুম্ভে অন্তর্ঘাত? প্রয়াগরাজ মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে বড় দাবি করলেন গোরক্ষপুর গীতা প্রেসের ট্রাস্টি কৃষ্ণ কুমার খেমকা। মহাকুম্ভে গীতা প্রেসে আগুন লাগার ঘটনায় গোরক্ষপুর গীতা প্রেসের ট্রাস্টি কৃষ্ণ কুমার আগুন লাগার ঘটনায় কোটি কোটি টাকার ক্ষতি হয়েছে' যদিও অগ্নিকাণ্ডে কোনও প্রাণহানি হয়নি, তবে তাঁবুতে থাকা জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। পাশাপাশি বাইরে থেকে তাঁবু লক্ষ্য করে আগুন ছোঁড়ার ভয়ঙ্কর অভিযোগ করেছেন তিনি। 

Advertisment

রবিবার মহাকুম্ভ এলাকার ১৯ নম্বর সেক্টরের গীতা প্রেস ক্যাম্পে যে আগুন লাগার ঘটনা ঘটে তা ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনা সম্পর্কে গীতা প্রেসের ট্রাস্টি কৃষ্ণ কুমার খেমকা বলেন, 'এই ঘটনায় কোনও প্রাণহানি হয়নি'। তিনি আরও বলেন, "সীমানার পিছনে কিছু মানুষ আশ্রয় নিয়েছিলেন, সেখান থেকেই আগুন ছোঁড়া হয়েছে। তা থেকেই আগুনের স্ফুলিঙ্গ গীতা প্রেসকে গ্রাস করে।"মুখ্যমন্ত্রী যোগী ঘটনাস্থল পরিদর্শনও করেছেন এবং কর্মকর্তাদের নির্দেশ জারি করেছেন।" 

কৃষ্ণ কুমার খেমকা আরও জানিয়েছেন," প্রধানমন্ত্রী মোদী পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং প্রশাসনের কাছ থেকেও আমরা পূর্ণ সমর্থন পাচ্ছি। সোমবার থেকে আমরা আবার সেবা শুরু করব এবং আমাদের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাব। ঈশ্বর আমাদের পরীক্ষা করেছেন সেই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। আমরা অত্যন্ত সতর্কতার সাথে কাজ করছি। আজ যে আগুন লেগেছে তা রান্নাঘরেও পৌঁছেছে এবং তারপরে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটেছে। তবে সবাই নিরাপদে আছেন।" 

রবিবার বিকেল ৪টে নাগাদ দিকে কুম্ভ মেলার সেক্টর-১৯-এ অবস্থিত গীতা প্রেসের ক্যাম্পে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা গ্রাস করে একের পর এক তাঁবুতে। নিকটবর্তী প্রয়াগওয়ালের ১০টি তাঁবুও ক্ষতিগ্রস্ত হয়। আগুন লাগার পরপরই দমকল ও পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছে বিকেল ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে।

Advertisment

ইতিমধ্যে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে প্রশাসন। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে সিলিন্ডার থেকেই আগুন লাগার ঘটনা ঘটে। এরপরই বিস্ফোরণের ঘটনা ঘটে। যার জেরে আগুন অন্যান্য তাঁবুতেও ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন ভয়াবহ আকার ধারণ করে অগ্নিকাণ্ডে ২৫০ টিরও বেশি তাঁবু পুড়ে ছাই হয়ে গেছে।

Mahakumbh 2025
Advertisment