Advertisment

Moscow Terrorist Attack: বাতাসের বারুদের গন্ধ, ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে মৃতদেহ, নারকীয় হামলা রাশিয়ায় শোপ্রকাশ মোদীর

নির্বিচারে গুলি, মৃত্যুপুরী মস্কো।

author-image
IE Bangla Web Desk
New Update
A massive blaze is seen over the Crocus City Hall on the western edge of Moscow, Russia, Friday, March 22, 2024. Several gunmen have burst into a big concert hall in Moscow and fired automatic weapons at the crowd, injuring an unspecified number of people and setting a massive blaze in an apparent terror attack days after President Vladimir Putin cemented his grip on the country in a highly orchestrated electoral landslide. (Sergei Vedyashkin/Moscow News Agency via AP)

শুক্রবার, 22 মার্চ, 2024, রাশিয়ার মস্কোর পশ্চিম প্রান্তে ক্রোকাস সিটি হলের উপরে একটি বিশাল অগ্নিকাণ্ড দেখা যায়। বেশ কয়েকজন বন্দুকধারী মস্কোর একটি বড় কনসার্ট হলে বিস্ফোরিত হয়েছে এবং ভিড়ের উপর স্বয়ংক্রিয় অস্ত্র গুলি চালিয়েছে, যার ফলে একটি অনির্দিষ্ট সংখ্যক আহত হয়েছে। রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একটি অত্যন্ত সংগঠিত নির্বাচনী ভূমিধসের মধ্যে দেশটির উপর তার দখলকে শক্তিশালী করার কয়েক দিন পরে একটি আপাত সন্ত্রাসী হামলায় মানুষ এবং একটি বিশাল আগুন লাগিয়েছে৷ (সের্গেই ভেদ্যাশকিন/এপির মাধ্যমে মস্কো নিউজ এজেন্সি)

ইউক্রেন যুদ্ধের মধ্যে মস্কোর একটি কনসার্ট হলে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা। এই হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। আহয় হয়েছে কমবেশি ১৪৫ জন। রাশিয়ায় এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। মস্কো জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।

Advertisment

শুক্রবার মস্কোর একটি বড় কনসার্ট ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায়,রাশিয়ান রক ব্যান্ড-এর পারফরম্যান্স দেখতে জড়ো হন বহু মানুষ। এর মাঝেই সন্ত্রাসবাদীরা নির্বিচারে গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬০ জনের।

একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে মৃতের সংখ্যা কমপক্ষে ৮০ পেরিয়েছে। এই হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন। তাদের মধ্যে ১১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ৫টি শিশুও। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হামলার ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, ভারত কঠিন সময়ে রাশিয়ার পাশে রয়েছে।

এদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি এই হামলার বিষয়ে এক বিবৃতি দিয়ে বলেছেন, সারা বিশ্বের বহু দেশ এই কঠিন সময়ে রাশিয়ার পাশে থাকার বার্তা দিয়েছে। রাশিয়া এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।

russia Terrorist Attack
Advertisment