ইউক্রেন যুদ্ধের মধ্যে মস্কোর একটি কনসার্ট হলে ভয়ঙ্কর সন্ত্রাসবাদী হামলা। এই হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। আহয় হয়েছে কমবেশি ১৪৫ জন। রাশিয়ায় এই হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী মোদী। মস্কো জুড়ে জারি করা হয়েছে উচ্চ সতর্কতা।
Advertisment
শুক্রবার মস্কোর একটি বড় কনসার্ট ভয়াবহ সন্ত্রাসবাদী হামলা। ইসলামিক স্টেট এই হামলার দায় স্বীকার করেছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায়,রাশিয়ান রক ব্যান্ড-এর পারফরম্যান্স দেখতে জড়ো হন বহু মানুষ। এর মাঝেই সন্ত্রাসবাদীরা নির্বিচারে গুলি ছুঁড়তে শুরু করে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৬০ জনের।
একাধিক মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে মৃতের সংখ্যা কমপক্ষে ৮০ পেরিয়েছে। এই হামলায় আহত হয়েছেন কমপক্ষে ১৪৫ জন। তাদের মধ্যে ১১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে ৫টি শিশুও। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে হামলার ঘটনায় শোক প্রকাশ করে বলেছেন, ভারত কঠিন সময়ে রাশিয়ার পাশে রয়েছে।
এদিকে এই হামলার নিন্দা জানিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা। তিনি এই হামলার বিষয়ে এক বিবৃতি দিয়ে বলেছেন, সারা বিশ্বের বহু দেশ এই কঠিন সময়ে রাশিয়ার পাশে থাকার বার্তা দিয়েছে। রাশিয়া এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছে।