Advertisment

Salman Khan House Firing: 'খুন করতে নয়, স্রেফ ভয় দেখাতেই'....! সলমনের বাড়িতে গুলি চালনার ঘটনায় সাফাই ২ অভিযুক্তের

অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় বড় আপডেট, হরিয়ানা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং।

author-image
IE Bangla Web Desk
New Update
Firing at Salman home: Policemen pose as devotees, arrest two from temple in Bhuj

অভিযুক্তদের মঙ্গলবার মুম্বাইয়ের এসপ্ল্যানেড আদালতে পেশ করা হয়। (এক্সপ্রেস ছবি: গণেশ শিরসেকর)

Salman Khan Latest News: অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় বড় আপডেট, হরিয়ানা থেকে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং।

Advertisment

বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় পুলিশ হরিয়ানা থেকে এক ব্যক্তিকে আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সন্দেহ করছে যে ওই ব্যক্তি বিষ্ণোই গ্যাং এবং বন্দুকবাজদের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করে থাকতে পারেন। পুলিশ জানিয়েছে, অপরাধে তার ভূমিকা এখন খতিয়ে দেখা হচ্ছে।

সম্প্রতি মুম্বইয়ে বলিউড অভিনেতা সলমান খানের বাড়ির বাইরে ভোর পাঁচটায় দুজন গুলি চালায়। পরে পুলিশ দুজনকেই আটক করে। তাদের মধ্যে একজন, বিশাল ওরফে কালু, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এই গোটা ঘটনায় সুখদেব সিং গোগামেডি হত্যাকাণ্ডে জড়িত গ্যাংস্টার রোহিত গোদারার নামও উঠে আসে। পুলিশ জানিয়েছে, কালু শুটারকে এই কাজের দায়িত্ব দিয়েছিলেন রোহিত গোদারা।

ঘটনার কয়েকদিন পর মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সলমান খানের সঙ্গে তাঁর বাড়িতে দেখা করেন। তিনি সাংবাদিকদের জানিয়েছেন, 'আমি সালমান খানকে বলেছি, সরকার আপনার সঙ্গে আছে। অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা বিষয়টির গভীরে গিয়ে তদন্তের নির্দেশ দিয়েছি'।

মুম্বই পুলিশের সূত্র জানায় যে সাগর পাল এবং ভিকি গুপ্তা বিহারের পশ্চিম চম্পারণের মাহসি গ্রামের বাসিন্দা। পুলিশ জানতে পেরেছে যে এই দুজন কারাগারে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের নির্দেশে কাজ করছিল, যিনি ঘটনার পরপরই গুলি চালানোর দায় স্বীকার করেছিলেন।

Salman Khan with CM Eknath Shinde
সিএম একনাথ শিন্ডে মঙ্গলবার মুম্বইতে অভিনেতা সালমান খান এবং তার বাবা সেলিম খান। (এএনআই)

পুলিশ এখনও অভিযুক্তদের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র এবং প্রাথমিকভাবে তাদের ব্যবহৃত মোবাইল ফোনগুলির সন্ধান চালাচ্ছে ।

এদিকে জেরার মুখে দুই অভিযুক্ত গুলি চালানোর কথা স্বীকার করে পুলিশকে জানিয়েছেন, খুন করার কোন পরিকল্পনা ছিল না তাদের। স্রেফ ভাইজানকে একটু ভয় দেখাতেই গুলি চালান তারা। কেবল গ্যালাক্সি নয় পাভেলে সলমনের যে বাগান বাড়ি রয়েছে সেখানেও রীতিমত রেইকি করে গিয়েছিলেন অভিযুক্তরা।

salman khan
Advertisment