/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/kabul.jpg)
বিদেশি অভ্যাগতদের এই হোটেলে থেকেই নাগাড়ে গুলি চলে।
বড়সড় বিস্ফোরণে কাঁপল কাবুল। প্রথমে বিস্ফোরণের বিকট শব্দ হয়। তার পরেই পরপর গুলির আওয়াজ শোনা যায়। সোমবার আফগান রাজধানী কাবুলের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। তালিবানদের তরফে অবশ্য স্পষ্টভাবে এ নিয়ে কিছু জানানো হয়নি। কী ভাবে বিস্ফোরণ? এর নেপথ্যে কারা? কারা গুলি চালাল তা জানা যায়নি।
কাবুলের প্রাণকেন্দ্র ‘শহর-এ-নও’-এর একটি হোটেল থেকে গুলির শব্দ শোনা যায়। ওই বাড়িতে বিদেশি অভ্যাগতরা থাকেন বলে জানা যায়। হোটেলের জানলা থেকে আগুনের শিখা বেরতেও দেখা যায়। চারদিক কালো ধোঁয়ায় আকাশ ঢেকে যায়। সশস্ত্র বাহিনীর গুলিতেই এই আগুন বলে খবর।
#IEWorld | Armed men opened fire on Monday inside a building in central Kabul that housed some foreigners.
For more: https://t.co/K6WhvjKTrEpic.twitter.com/FYw0aarEzF— The Indian Express (@IndianExpress) December 12, 2022
সংবাদ সংস্থা রয়টার্সের অনুরোধের সত্ত্বেও আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র এ দিনের হামলা নিয়ে মন্তব্যের করেনি।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, একটি হোটেলে এই হামলা চালানো হয় যেখানে সাধারণত চিনা ও অন্যান্য বিদেশিরা থাকেন। কাবুলে চিনা দূতাবাস মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি।
সাম্প্রতিক মাসগুলিতে আফগানিস্তানে বেশ কয়েকটি বোমা হামলা এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে, যার মধ্যে কয়েকটি হামলার দায় ইসলামিক স্টেট জঙ্গিরা করেছে।