Advertisment

দেশে চিকিৎসক ঘাটতি নিয়ে উদ্বিগ্ন এফএসএসএআই চেয়ারপার্সন

‘‘চিকিৎসকদের ঘাটতি খুবই উদ্বেগজনক। এমসিআই-এর তথ্য অনুযায়ী, দেশে ৯.৫ লক্ষ চিকিৎসক প্র্যাকটিস করছেন। কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে ১৬ লক্ষ চিকিৎসকের দরকার। ২০৩০ সালে আমাদের ৩০ লক্ষ চিকিৎসকের প্রয়োজন হবে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
doctors, চিকিৎসক

চিকিৎসক নিগ্রহের খতিয়ান নেই বলে জানিয়ে দিয়েছে সংশ্লিষ্ট দফতর (প্রতীকী ছবি)

দেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন এফএসএসএআই(ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথিরিটি অফ ইন্ডিয়া)-এর চেয়ারপার্সন রীতা টিওটিয়া। দেশের চিকিৎসকের সংখ্যা আগামী দিনে দ্বিগুণ করতে হবে, এমনটাই জানিয়েছেন এফএসএসএআইয়ের চেয়ারপার্সন। পাশাপাশি দেশের স্বাস্থ্য পরিষেবা নিয়ে উদ্বেগ প্রকাশ করে রীতা টিওটিয়া আরও বলেছেন, দেশে ডাক্তারি পড়ানোর জন্য যথেষ্ট শিক্ষকই নেই।

Advertisment

শনিবার ‘ভাইব্র্যান্ট গুজরাত গ্লোবাল সামিট’-এ রীতা আরও বলেন, ‘‘চিকিৎসকদের ঘাটতি খুবই উদ্বেগজনক। এমসিআই(মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া)-এর তথ্য অনুযায়ী, দেশে ৯.৫ লক্ষ চিকিৎসক প্র্যাকটিস করছেন। প্রতিবছর ৬০ হাজার জন চিকিৎসক হিসেবে যোগ দিচ্ছেন। কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে ১৬ লক্ষ চিকিৎসকের দরকার। ২০৩০ সালে আমাদের ৩০ লক্ষ চিকিৎসকের প্রয়োজন হবে। অর্থাৎ, আমাদের যে শুধু স্নাতকের আসন সংখ্যা দ্বিগুণ করতে হবে তা নয়, স্নাতকোত্তর আসনের সংখ্যাও বাড়াতে হবে। তাছাড়া আমাদের জাক্তারি পড়ুয়াদের জন্য আরও শিক্ষকের দরকার। আমরা অনেক প্রতিষ্ঠান তৈরি করছি ঠিকই, কিন্তু অআমাদের হাতে শিক্ষক নেই।’’

আরও পড়ুন, মহারাষ্ট্রে তৈরি হবে দেশের দ্বিতীয় প্রতিরক্ষা ইনোভেশন হাব

অন্যদিকে, ওই অনুষ্ঠানে এফএসএ,এআই-এর চেয়ারম্যানের পাশাপাশি এ প্রসঙ্গে মুখ খোলেন গুজরাতের উপমুখ্যমন্ত্রী নীতিন প্যাটেল। গুজরাতের স্বাস্থ্য দফতর নীতিনেরই তত্ত্বাবধানে রয়েছে। তিনি বলেন, ‘‘গুজরাতে চিকিৎসকের সংখ্যা খুবই কম।’’ পাশাপাশি গুজরাতের উপমুখ্যমন্ত্রী বলেন, সে রাজ্যে ডাক্তারি পড়ুয়াদের জন্য আসন সংখ্যা বেড়েছে। রাজ্যে ফিজিওথেরাপি, প্যারামেডিক্যাল-সহ অন্য পরিষেবার জন্য আরও কলেজ তৈরি করার ভাবনা রয়েছে।

Read the full story in English

health gujarat national news
Advertisment