Advertisment

‘লাল কার্ড’ মোদীর, আধুনিক ভারত গড়ার আহ্বান

নর্থ ইস্টার্ন কাউন্সিলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তর-পূর্বের সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যোগ দিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
northeast region developmental projects modi, modi speech northeast, northeast football stadium, projects in northeast india, pm modi, narendra modi, indian express, indian express news

মোদী বলেন, ‘আমাদের সংকল্প আধুনিক ভারত গড়ার।

উত্তর-পূর্ব ভারত সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মেঘালয়ের রাজধানী শিলংয়ে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “আমরা উত্তর-পূর্বের উন্নয়ন সংক্রান্ত সমস্যাগুলিকে ‘লাল কার্ড’ দেখিয়েছি।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার (১৮ ডিসেম্বর) মেঘালয়ের শিলং-এ নর্থ ইস্টার্ন কাউন্সিলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে অংশ নেন। এসময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়। নর্থ ইস্টার্ন কাউন্সিলের সুবর্ণ জয়ন্তী উদযাপনে ভাষণ দিতে গিয়ে, প্রধানমন্ত্রী মোদী বলেন, যে ফুটবলে, যদি কোনও খেলোয়াড় নিয়ম না মেনে খেললে, তাকে লাল কার্ড দেখিয়ে বহিষ্কার করা হয়। একইভাবে, গত ৪ বছরে, আমরা উত্তর পূর্বের উন্নয়নের পথে অনেক বাধাকে ‘লাল কার্ড’ দেখিয়েছি।

Advertisment

প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, কেন্দ্রীয় সরকার খেলাধুলার ক্ষেত্রে একটি ‘নতুন পদ্ধতি’ নিয়ে এগিয়ে চলেছে। উত্তর-পূর্বের যুবকরা এর সুফল পেয়েছে। দেশের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় উত্তর-পূর্বে। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের জন্য উত্তর-পূর্ব, আমাদের সীমান্ত এলাকার শেষ বিন্দু নয়, নিরাপত্তা ও সমৃদ্ধির প্রবেশদ্বার। দেশের নিরাপত্তাও এখান থেকেই নিশ্চিত হয় এবং অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যও হয় এখান থেকেই”।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শিলংয়ে বলেন, “আজ সীমান্তে নতুন রাস্তা, নতুন টানেল, নতুন ব্রিজ, নতুন রেললাইন, নতুন এয়ারস্ট্রিপ নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। সীমান্তবর্তী গ্রামগুলো যেগুল একসময় জনশূন্য ছিল, সেগুলোকে প্রাণবন্ত করতে আমরা কাজ করে চলেছি”। প্রধানমন্ত্রী মেঘালয়ে বলেন, ‘বিগত সরকারের চিন্তা্ভাবনার ত্রুটির কারণে উত্তর-পূর্বাঞ্চলসহ দেশের সব সীমান্ত এলাকায় যোগাযোগ পরিষেবা উন্নত করা যায়নি। আমরা সেই বিভাজন দূর করার উদ্দেশ্য প্রতিনিয়ত কাজ করছি’।

আরও পড়ুন: < সীমান্ত সংঘাত নিয়ে কেন্দ্রকে তোপ, চিনা পণ্য বয়কটের ডাক কেজরিওয়ালের >

তিনি বলেন, “বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন অঞ্চল, আমরা সব ধরনের বিভেদ দূর করছি। দুর্নীতি, বৈষম্য, স্বজনপ্রীতি, হিংসা, ভোটব্যাংকের রাজনীতি দূর করার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি”। পাশাপাশি মোদী বলেন, ‘আমাদের সংকল্প আধুনিক ভারত গড়ার। সেই লক্ষ্যে সরকার কাজ করে চলেছে। এই অঞ্চলের পরিকাঠামো উন্নতির জন্য জন্য ৭ লাখ কোটি টাকা খরচ করা হচ্ছে’। 'উত্তর পূর্বের যুবকদের জন্য কাজের সুযোগ বেড়েছে'।

পাশাপাশি মোদী বলেন, ‘আগে AFSPA বাতিলের অনেক দাবি জানানো হয়েছিল। এখন আর দাবি দরকার নেই। দুই ধাপ এগিয়ে সরকার AFSPA বাতিলের উদ্যোগ নিচ্ছে”। শিলংয়ে অনুষ্ঠিত নর্থ ইস্টার্ন কাউন্সিলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং উত্তর-পূর্বের সাতটি রাজ্যের মুখ্যমন্ত্রীরাও যোগ দিয়েছিলেন।

modi Modi Government national news
Advertisment