Advertisment

Sidhu Moose Wala Mother Pregnant: সিধুর স্বপ্ন বুকে আঁকড়ে বাবা-মা! শীঘ্রই নিহত গায়কের পরিবারে নতুন সদস্য

Sidhu Moose Wala Mother Charan Kaur: ২০২২ সালে পঞ্জাবের মানসা থেকে কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সিধু মুসেওয়ালা। যদিও ভোটের লড়াইয়ে তিনি পরাজিত হন। হারার পর তাঁর মুখে ছিল 'গদ্দার' মন্তব্য। যা সেই সময়ে তীব্র বিতর্কও তৈরি করেছিল। পরে ওই বছরেরই ২৯ মে দুষ্কৃতীদের গুলিতে তিনি খুন হন। পঞ্জাবের জনসাধারণ বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে তিনি দারুণ জনপ্রিয় হয়ে উঠেছিলেন অল্প দিনের মধ্যেই। মৃত্যুর পরেও তাঁর কিছু গান প্রকাশিত হয়েছিল। সেই গানগুলি অভূতপূর্ব জনপ্রিয়তা লাভ করেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Sidhu Moose Wala Mother Pregnant, Sidhu Moose Wala Brother, Sidhu Moose Wala News

Sidhu Moose Wala Mother Pregnant: শীঘ্রই সিধু মুসেওয়ালার পরিবারে নতুন সদস্য আসছে।

Sidhu Moose Wala Mother pregnancy: নিহত পাঞ্জাবি গায়ক (Punjabi singer) শুভদীপ সিং সিধুর (Shubhdeep Singh Sidhu) পরিবারে শীঘ্রই আসছে নতুন সদস্য। সিধু মুসেওয়ালার মা চরণ কৌর (Charan Kaur) গর্ভবতী (pregnant)। শীঘ্রই তিনি সন্তানের জন্ম দেবেন বলে তাঁর পারিবারিক সূত্রে খবর মিলেছে।

Advertisment

জমনপ্রিয় পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালা ২০২২ সালে পঞ্জাবের মানসা থেকে কংগ্রেসের টিকিটে বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন। ভোটের লড়াইয়ে তিনি পরাজিত হন। পরে ওই বছরেরই ২৯ মে দুষ্কৃতীদের গুলিতে তিনি খুন হন।

পঞ্জাবের (Punjab) জনসাধারণের মধ্যে বিশেষ করে যুবকদের মধ্যে মুসেওয়ালা অত্যন্ত জনপ্রিয় হয়েছিলেন অল্প দিনের মধ্যেই। ধনী পাঞ্জাবী গায়কদের একজন হিসাবে বিবেচনা করা হয়েছিল তাঁকে। এমনকী তাঁকে হত্যার পরেও তাঁর বেশ কয়েকটি গান প্রকাশিত হয়েছে। মৃত্যুর পরেও তাঁর গান দারুণ হিট করেছিল।

মুসেওয়ালা ছিলেন তাঁর বাবা-মায়ের একমাত্র সন্তান। যদিও মুসেওয়ালার পরিবারের তরফে আনুষ্ঠানিক বিবিৃতি জারি করে নতুন সদস্য আসার ঘোষণা করা হয়নি। তবে সিধুর মা শীঘ্রই সন্তান প্রসব করবেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন- Household Consumption Expenditure Survey: শহরকে বলে বলে গোল গ্রামের, কোন কোন খাতে বিরাট টেক্কা? জানলে চমকে যাবেন

সামনেই লোকসভা নির্বাচন (lok sabha polls 2024)। পঞ্জাবে তীব্র জল্পনা যে মুসেওয়ালার বাবা বলকাউর সিং (Balkaur Singh) ভাতিন্ডা (Bathinda) লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন। যদিও তিনি আগেই জানিয়েছিলেন, রাজনীতিতে এলে কিছুই বদলাবে না।

সম্প্রতি, সিধু মুসেওয়ালার (Sidhu Moosewala) মা চরণ কৌর তাঁর সোশ্যাল মিডিয়া (Social Media) হ্যান্ডেলগুলিতে 'দিল্লি চলো' প্রতিবাদে অংশ নেওয়া আন্দোলনকারী কৃষকদের সমর্থন করেছিলেন। এমনকী খানৌরি সীমান্তে নিহত কৃষক শুভকরন সিং-এর (Shubhkaran Singh) বিচার চেয়েছিলেন। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে সিধু মুসেওয়ালা, দীপ সিধু এবং শুভকরন সিংয়ের ছবিও পোস্ট করেছিলেন।

Punjab Sidhu Moosewalla Pregnant Woman
Advertisment