Advertisment

ফের পঞ্জাব সরকারের বিরুদ্ধে বিদ্রোহ সিধুর! আমরণ অনশনের হুমকি কংগ্রেস সভাপতির

Punjab Poll 2022: হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বিশেষ টাস্ক ফোর্স।

author-image
IE Bangla Web Desk
New Update
Navjyot Singh Sidhu

নভজ্যোত সিং সিধু

Punjab Poll 2022: বিধানসভা ভোটের আগে পঞ্জাবে ফের কংগ্রেসকে বেকায়দায় ফেলল দলের সভাপতি। মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নির উপস্থিতিতেই সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন নভজ্যোত সিং সিধু। রাজ্য অবিলম্বে ড্রাগ তদন্তের রিপোর্ট প্রকাশ না করলে দিলেন আমরণ অনশনের ডাক। এতেই ফের বিধানসভা ভোটের আগে সিধু বনাম পঞ্জাব সরকার সংঘাত তুঙ্গে উঠলো।

Advertisment

সম্প্রতি পঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে তদন্ত রিপোর্ট জমা দিয়েছে বিশেষ টাস্ক ফোর্স। সেই রিপোর্ট প্রকাশ্যে আনতেই চান্নি সরকারের উপর চাপ তৈরি খেলা শুরু করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বৃহস্পতিবারে মোগার এক অনুষ্ঠানে সিধু বলেন, ‘রাজ্যে লক্ষাধিক মা, মাদকের জন্য তাঁদের সন্তানকে হারিয়েছে। দিন কয়েক আগে এক প্রবীণ আমাকে বলেছেন, তাঁর নাতি মাদকের জন্য নিজেকে নষ্ট করছেন। এসব পরিবারগুলোকে ন্যায় দিতে আমার লড়াই চলবে। পঞ্জাব সরকার তদন্ত রিপোর্ট সামনে না আনলে সিধু তাঁর জীবনকে বাজি রাখবে, আমরণ অনশনে বসবে। মানুষের জানা উচিত কেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রী সাড়ে ৪ বছর ঘুমিয়ে ছিলেন। মাদকের নেশায় হাজার-লক্ষ তরতাজা জীবন নষ্ট হয়েছে।‘

এদিকে, পঞ্জাবে আপ যখন সরকার গড়তে কোমর বাঁধছে, তখন সেই দলের রাইকোটের বিধায়ক সম্প্রতি কংগ্রেসে যোগ দিয়েছেন। সেই দলবদল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চান্নি এবং প্রদেশ সভাপতি সিধু।

পাশাপাশি পঞ্জাবে আপ ক্ষমতায় এলে প্রাপ্তবয়স্ক মহিলাদের ১০০০ টাকা হাত খরচা দেবে। সোমবার এই ঘোষণা করেন আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘মহিলা ভাতা প্রদানে বিশ্বের সবচেয়ে বড় প্রকল্প। যদি আম আদমি পার্টি পঞ্জাবে ক্ষমতায় আসে তবে রূপায়ন করবে। রাজ্যের যে কোনও মহিলার ১৮ বছর হলেই পরিবারপিছু ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার ঢুকবে। বার্ধক্য ভাতা যারা পান, সেই ভাতার সঙ্গে এই হাজার টাকা যুক্ত হয়ে ভাতা ঢুকবে প্রবীণদের ব্যাঙ্কে।‘

দুই দিনের পঞ্জাব সফরে এসে সামাজিক এই প্রকল্প ঘোষণার সঙ্গেই মুখ্যমন্ত্রী চরণজিত সিং চান্নিকে খোঁচা দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, ‘আজকাল পঞ্জাবে নকল কেজরিওয়াল ঘুরছেন। আমি যা ঘোষণা করি, পরের দিন সেই কেজরিওয়াল তা অনুসরণ করেন। কিন্তু কার্যকর করেন না। তাই নকল কেজরিওয়াল থেকে সাবধান। শুধু আসল কেজরিওয়াল প্রতিশ্রুতি পূরণ করেন।‘  

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Punjab Congress Punjab Poll 2022 Navjyot Singh Sidhu Punjab Government
Advertisment