Advertisment

ক্যার্লিফোনিয়ায় ফের আক্রান্ত শিখ সম্প্রদায়ের এক ব্যক্তি

রড দিয়ে মাথায় আঘাত করা হয় ওই ব্যক্তিকে। শুধু তাই নয়, চোখে ক্রমাগত ধুলোও ছুঁড়তে থাকে আক্রমনকারীরা। তবে মাথায় পাগড়ী থাকার কারণে রক্ষা পান ওই ব্যক্তি।

author-image
IE Bangla Web Desk
New Update
sikh-man-beaten

"এই দেশে তোমায় স্বাগত নয়, তুমি নিজের দেশে ফিরে যাও"

মার্কিন মুলুকে ফের আক্রান্ত এক শিখ। গত সপ্তাহে ক্যার্লিফোনিয়া কীজে ফের হেনস্থা করা হল এক শিখ ধর্মাবলম্বীকে। এদিন স্থানীয় দুই ব্যক্তি তাঁর গাড়িতে কালো স্প্রে পেন্ট করে আপত্তিজনক বার্তা লিখে দেশে ফিরে যাওয়ার হুমকি দেয়। পাশাপাশি আঘাতও করা হয় ওই শিখ ব্য়ক্তিকে। প্রশাসন এই ঘটনাকে 'জঘন্য' বলে নিন্দাও করেছে।

Advertisment

আক্রান্তের এক পরিচিত স্প্রে পেন্ট করা সেই গাড়ির একটি ছবি পোস্ট করেন স্যোশাল মিডিয়ায় এবং সেখানেই ঘটনার সমস্ত বিবরণ জানান। ফেসবুকের সেই পোস্টটিতে আক্রান্তের পরিচিত লেখেন রড দিয়ে মাথায় আঘাত করা হয় ওই ব্যক্তিকে। শুধু তাই নয়, চোখে ক্রমাগত ধুলোও ছুঁড়তে থাকে আক্রমনকারীরা। তবে মাথায় পাগড়ী থাকার কারণে রক্ষা পান ওই ব্যক্তি। গাড়িতে লেখা ছিল, "এই দেশে তোমায় স্বাগত নয়, তুমি নিজের দেশে ফিরে যাও"।

আরও পড়ুন: NRC থেকে নামছুটদের পাহাড়ে বসানোর গোপন পরিকল্পনা চলছে: বিমল গুরুং

গত সপ্তাহে কীজ ও ফুট রোডের সংযোগস্থলে ঘটনাটি ঘটে। সূত্রের খবর, কেন এমন ঘটনা ঘটল সে বিষয়ে তদন্ত চালাচ্ছে প্রশাসন। "এভাবেই শিখ কমিউনিটির ওপর ক্রমাগত নিন্দনীয় আক্রমন চালানো হচ্ছে," বলেন স্ট্যানিস্লাউস কাউন্টি শেরিফ অ্যাডাম ক্রিস্টিয়ানসন। শেরিফ সার্জেন্ট টম লেটরাস বলেন আক্রান্ত ব্যক্তি দুই অভিযুক্তের কাউকেই চেনেন না। লেটরাস আরও জানান, "এটি একটি অত্যন্ত জঘন্য অপরাধ এবং আমরা এ বিষয়ে জোরদার তদন্ত চালাচ্ছি।"

সম্প্রতি ওয়াশিংটনে এক শিখ স্কুল পড়ুয়াকে মারধরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। এ বিষয়ে আমেরিকায় ভারতীয় দূতাবাসের কাছে রিপোর্টও তলব করেন তিনি। অভিযোগ, এই শহরটিতে এতদিন সেরকম কোনও সমস্যা ছিল না। ট্রাম্প জমানায় ভারতীয় বংশোদ্ভূতদের উপর বর্ণবিদ্বেষমূলক হামলার ঘটনার বাড়ছে।

Advertisment