Advertisment

পেশোয়ার খুন শিখ ব্যবসায়ী, ৪৮ ঘন্টার ব্যবধানে দ্বিতীয় হামলা, উদ্বেগ চরমে

প্রায় ১৫,০০০ শিখ সম্প্রদায়ের মানুষ পেশোয়ারে বাস করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Sikh man shot dead in Pakistan, Sikh man shot dead in Peshawar, Sikh man shot dead, Pakistan, Punjab news, Chandigarh, Indian Express, current affairs

পাকিস্তানে শিখ ব্যক্তিকে গুলি করে খুন, গত ৪৮ ঘন্টার মধ্যে দ্বিতীয় খুনের ঘটনায় তোলপাড়। পেশোয়ার, প্রায় ১৫,০০০-এর কিছু বেশি শিখ সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। যাদের অধিকাংশই ব্যবসার সঙ্গে যুক্ত।

Advertisment

শনিবার (২৪ জুন) পাকিস্তানের পেশোয়ার কয়েকজন অজ্ঞাত দূষ্কৃতি এক শিখ ব্যক্তিকে গুলি করে খুন করেছে। পাকিস্তানে ‘সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের’ ওপর ‘টার্গেট হামলার’ এটাই সর্বশেষ ঘটনা।

পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ফের হামলার ঘটনা। ৪৮ ঘন্টার মধ্যে নিহত ২ শিখ ব্যক্তি। শনিবার অজ্ঞাতপরিচয় দূষ্কৃতির গুলিতে এক শিখ ব্যক্তি নিহত হয়েছেন। গত ৪৮ ঘণ্টায় এটি দ্বিতীয় খুনের ঘটনা। এর আগে শুক্রবার গুলিবিদ্ধ হয়ে আহত হন এক শিখ ব্যক্তি।

পেশোয়ার পুলিশ সূত্রে খবর, মৃতের নাম মনমোহন সিংহ। পেশোয়ারের রশিদগঢ়হী বাজারের কাছেই একটি দোকান চালাতেন মনমোহন। শনিবার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় বাইকে চেপে দুই দুষ্কৃতী মনমোহনের পিছু নেয়। দোকান থেকে কিছুটা দূরে পথ আটকায় দুষ্কৃতীরা। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিখ দোকানির।

পুলিশ জানিয়েছে, মনমোহন সিংকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গত ৪৮ ঘণ্টায় এটি দ্বিতীয় ঘটনা। এর আগে শুক্রবার (২৩ জুন) পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন এক শিখ ব্যক্তি। উল্লেখযোগ্যভাবে, মার্চ মাসে, অজ্ঞাত হামলাকারীরা শহরের এক শিখ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে।

প্রায় ১৫,০০০ শিখ সম্প্রদায়ের মানুষ পেশোয়ারে বাস করেন। গত বছরের সেপ্টেম্বরে পেশোয়ারে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে এক প্রখ্যাত শিখ চিকিৎসক নিহত হন।

২০১৮ সালের শুরুতে, শিখ সম্প্রদায়ের একজন বিশিষ্ট সদস্য চরণজিৎ সিংকে পেশোয়ারেই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা খুন করে। এর দুবছর পর ২০২০ সালে এক নিউজ চ্যানেলের অ্যাঙ্কার বিন্দর সিং খুন হন। ২০১৬ সালে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ জাতীয় পরিষদের সদস্য সুরেন সিংও পেশোয়ারে নিহত হন।

pakistan
Advertisment