Advertisment

কাকভোরে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিম, তুরস্কের স্মৃতি ফিরে চরমে আতঙ্ক

ভূমিকম্পে কেঁপে উঠল পাহাড় ঘেরা রাজ্য সিকিম।

author-image
IE Bangla Web Desk
New Update
sikim earthquake makes panic

প্রতীকী ছবি

কাকভোরে ভূমিকম্পে কেঁপে উঠল সিকিমের মাটি। পর্যটকে ঠাসা পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যে ভূমিকম্পের খবরে হুলস্থূল পড়ে যায়। ভোর থেকেই শুরু খবরা-খবর নেওয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৩। ভূকম্পনের জেরে এখনও পর্যন্ত বড়সড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে পাহাড়ি রাজ্য সিকিমে এমন কম্পনে বাড়ি-রাস্তায় ফাটলের আশঙ্কা বাড়ছে।

Advertisment

জানা গিয়েছে, সোমবার ভোর ৪টে নাগাদ সিকিমে ভূমিকম্প অনুভূত হয়। সিকিমের ইয়কসনের উত্তর-পশ্চিমে ৭০ কিলোমিটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তরফে জানানো হয়েছে, এদিন সিকিমে ভূ-পৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল। এদিন ভোররাতে ভূমিকম্প টের পেতেই চূড়ান্ত আতঙ্ক ছড়িয়ে পড়ে। বহু জায়গায় বাড়ি-ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়তে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। এই মুহূর্তে সিকিমে ঠাসা পর্যটক। বহু রাজ্য থেকে এই সময়ে সিকিমে বেড়াতে যান পর্যটকেরা।

ভূকম্পপনের আঁচ পেতেই অনেক হোটেল থেকে পর্যটদের রাস্তায় বেরিয়ে পড়তে দেখা গিয়েছে। অন্যদিকে, সিকিমে ভূমিকম্পের খবর শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন পর্যটকদের পরিজনেরাও। তাঁরাও ফোনে পরিস্থিতির খবর নিতে শুরু করেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্তও ভূমিকম্পের জেরে সিকিমে তেমন বড়সড় কোনও বিপর্যয়ের খবর মেলেনি। সিকিম সরকারের তরফেও ভূমিকম্পের জেরে ক্ষয়ক্ষতির ব্যাপারে বিশদে কিছু জানানো হয়নি।

আরও পড়ুন- নামল রাতের পারদ, কাল ভ্যালেন্টাইন্স ডে-তে কেমন থাকবে আবহাওয়া? রইল বড়সড় আপডেট

যদিও আতঙ্ক কিন্তু এখনও যায়নি। ভূমিকম্পের আফটারশক নিয়ে এখনও শঙ্কায় রয়েছেন বাসিন্দারা। পাহাড় ঘেরা এই রাজ্য বরাবরই ভূমিকম্পপ্রবণ। সেই কারণেই ভূমিকম্পের আফটার শক এলে সেক্ষেত্রে বিপর্যয়ের আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে সিকিম প্রশাসন। সতর্ক করে দেওয়া হয়েছে বিপর্যয় মোকাবিলা দলকেও।

দিন কয়েক আগেই তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে ২৮ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহদের সংখ্যা অগমিত। ভারত-সহ একাধিক দেশ বিধ্বস্ত তুরস্ক-সিরিয়ার পাশে দাঁড়িয়েছে। তুরস্কে ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল টিম গিয়ে ভূমিকম্পের আহতদের চিকিৎসা পরিষেবা দিচ্ছে।

earthquake
Advertisment