Advertisment

উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে শ্রমিকের পরিবার চরম দুর্দশায়! ফাঁস করে প্রশাসনের রোষে সাংবাদিক

কররা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
uttarakhand tunnel

এমনটাই জানিয়েছেন, মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) ওমপ্রকাশ তিওয়ারি।

উত্তরকাশীর সিল্কিয়ারা সুড়ঙ্গে আটক শ্রমিকের পরিবারিক আর্থিক দুর্দশা প্রকাশ করে দেওয়া। ওই পরিবারের প্রতি প্রশাসনের সহমর্মিতার অভাব ফাঁস করা, এটাই অপরাধ! যার জেরে এবার এক সাংবাদিক ও ব্লগারের বিরুদ্ধে মামলা করল প্রশাসন। ঝাড়খণ্ডের খুন্তি জেলার ওই সাংবাদিকের নাম সোনু আনসারি। আর, ওই ব্লগার বা ইউটিউবারের নাম গুঞ্জন কুমার। ১২ নভেম্বর উত্তরাখণ্ডের সিল্কিয়ারা সুড়ঙ্গে ধস নেমেছিল। তাতে বাকি ৪০ শ্রমিকের সঙ্গেই আটকে পড়েছিলেন ঝাড়খণ্ডের খুন্তি জেলার বিজয় হোরো। অভিযুক্ত সাংবাদিক ও ইউটিউবার প্রতিবেদনে তুলে ধরেছিলেন, হোরোর পরিবার অত্যন্ত দরিদ্র। সুড়ঙ্গে ধসের দুই সপ্তাহ পর সেই দরিদ্র পরিবারকে খুন্তির প্রশাসন রেশন দিয়েছিল।

Advertisment

এই সব তথ্য ফাঁস করে দেওয়ায় স্থানীয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার (বিডিও) স্মিতা নাগেসিয়া ও সার্কেল অফিসার বন্দনা ভারতীর অভিযোগের ভিত্তিতে সাংবাদিক সোনু আনসারি এবং ইউটিউবার গুঞ্জন কুমারের বিরুদ্ধে কররা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। সংবাদমাধ্যম পিটিআইকে এমনটাই জানিয়েছেন, তোর্পা মহকুমার পুলিশ অফিসার (এসডিপিও) ওমপ্রকাশ তিওয়ারি।

এই ব্যাপারে তিওয়ারি বলেন, 'অভিযোগে জানানো হয়েছে যে ওই সাংবাদিক এবং ইউটিউবার সরকারি কাজে বাধা সৃষ্টি করেছেন। এর বিরুদ্ধে ৩০ নভেম্বর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। এফআইআরে বলা হয়েছে, প্রশাসনের দুই আধিকারিক যখন ওই শ্রমিকের বাড়িতে যান, অভিযুক্ত সাংবাদিক ও ইউটিউবার আগে থেকেই সেখানে ছিলেন। তাঁরা সত্য যাচাই না-করেই রেকর্ডিং শুরু করে দেন। সত্য যাচাই করতে বললে, তাঁরা সরকারি আধিকারিকদের কাজে বাধা সৃষ্টি করেন। আর, সরকারি আধিকারিকদের সঙ্গে দুর্ব্যবহার করেন।'

আরও পড়ুন- ২২-এর ধ্বংসলীলা নেই, তবে যুদ্ধ চলছে, রাশিয়া-ইউক্রেন দু’দেশেরই দাবি জিতছে, সত্যিটা কী?

মহকুমা পুলিশ আধিকারিক বলেন, 'ঊর্ধ্বতন আধিকারিকদের নির্দেশ অনুসারে এই অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। সিআরপিসির বিধান অনুসারে ওই সাংবাদিক ও ইউটিউবারকে একটি নোটিশ জারি করা হবে। তাঁদের বক্তব্য রেকর্ড করা হবে। তার ভিত্তিতেই ব্যবস্থা নেওয়া হবে।'

journalist Journalist Heckle Uttarkashi tunnel trapped jharkhand Uttarkashi Tunnel Collapse
Advertisment