Advertisment

যোগী রাজ্যে প্রতি ১৫ দিনে এনকাউন্টারে খতম এক অপরাধী! ভয়ঙ্কর তথ্য ফাঁস

পুলিশ আধিকারিকরা উল্লেখ করেছেন ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে, রাজ্যে অপরাধের প্রবণতা অনেকটাই কমেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Yogi Adityanath, Uttar Pradesh encounters, Uttar Pradesh police encounters, UP police encounters, Lucknow news, Uttar Pradesh, Indian Express, current affairs

২০১৭সাল থেকে যোগী যখন মুখ্যমন্ত্রী হিসাবে  দায়িত্ব নেন, তখন থেকে এনকাউন্টারে প্রতি সপ্তাহে একজন করে নিহত হয়েছেন। দ্য ইণ্ডিয়ান এক্সপ্রেসের তদন্তে উঠে এল এমনই এক চাঞ্চল্যকর তথ্য। এরপরেই প্রশ্ন উঠেছে উত্তরপ্রদেশে এনকাউন্টার একতরফা নয় তো? যোগী আদিত্যনাথ সরকারের আমলে গত ছ’বছরে, ১০,৭১৩ ‘এনকাউন্টার’ হয়েছে উত্তরপ্রদেশে। যাতে ১৮৬ জন অভিযুক্ত নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪,৯১১ জন। পুলিশ আধিকারিকরা উল্লেখ করেছেন ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে, রাজ্যে অপরাধের প্রবণতা অনেকটাই কমেছে।

Advertisment

উত্তরপ্রদেশ কে অপরাধ মুক্ত করতে যোগী প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। ক্ষমতায় আসার পর থেকেই অপরাধী ও মাফিয়াদের প্রতি কঠোর অবস্থান নিয়ে যোগী সরকার। বুলডোজার ও পুলিশি এনকাউন্টার যোগী সরকারের সবচেয়ে আলোচিত বিষয়গুলির মধ্যে একটি। পুলিশ রেকর্ড বলছে ২০১৭ সালে যোগী ক্ষমতায় আসার পর থেকে মোট ১৮৬ টি এনকাউন্টার হয়েছে। ইউপি পুলিশের রেকর্ড অনুসারে প্রতি ১৫ দিনে পুলিশি এনকাউন্টারে একজন অপরাধীর মৃত্যু হয়েছে। ১৮৬টি এনকাউন্টারের মধ্যে ৯৬ জন অপরাধী খুন গনধর্ষন, এবং পকসো আইনে অভিযুক্ত ছিল।

পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, ২০১৬ থেকে ২০২২ সালের মধ্যে রাজ্যে অপরাধের ঘটনা হ্রাস পেয়েছে অনেকটা। এই সময়ের মধ্যে ডাকাতির ঘটনা হ্রাস পেয়েছে ৮২ শতাংশ। ৩৭ শতাংশ খুনের ঘটনা হ্রাস পেয়েছে। ডিজি আইন শৃঙ্খলা প্রশান্ত কুমার বলেছেন, ‘পুলিশি এনকাউন্টার কখনই জঘন্য অপরাধ নিয়ন্ত্রণ বা অপরাধ দমনের কৌশলের অংশ ছিল না’।

রেকর্ড গুলি দেখায় যে বেশিরভাগ এনকাউন্টার নিয়ে এখনও যথাযথ তদন্ত হয়নি। প্রতিটি পুলিশি এনকাউন্টারের ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হয়। ১৬১ টি ক্ষেত্রে বিচারবিভাগীয় তদন্ত সম্পন্ন হয়েছে। তদন্ত অনুসারে ১৬১ টি মামলার মধ্যে কোনটিতেই এনকাউন্টারের বিরুদ্ধে কোন নোট নথিভুক্ত করা হয়নি। অফিসিয়াল রেকর্ড অনুসারে ১৮৬টির মধ্যে ১৪১ টি তে ক্লোজার রিপোর্ট দাখিল করা হয়েছে। আদালত এপর্যন্ত ১৪১ টি মামলা গ্রহণ করেছে।১৫ টি বিচারাধীন রয়েছে। বাকি ৩০ টি মামলা পুলিশি তদন্ত এখন শেষ হয়নি।

এনকাউন্টারের এক তৃতীয়াংশ মিরাট অঞ্চলের আশেপাশের জেলাগুলিতে হয়েছে। বারাণসীতে ২০টি। আগ্রায় ১৪টি। কেন মিরাট অঞ্চলে এত বেশি এনকাউন্টার জানতে চাওয়া হলে উত্তরপ্রদেশ পুলিশের স্পেশ্যাল ডিজি, ক্রাইম অ্যান্ড ল অ্যান্ড অর্ডার প্রশান্ত কুমার, ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, "পশ্চিম ইউপি ঐতিহ্যগতভাবে অপরাধপ্রবণ এলাকা হিসাবে চিহ্নিত ছিল।" এই ছয় বছরের মধ্যে রাজ্যে এনকাউন্টারে ১৩ জন পুলিশকর্মী নিহত এবং আরও ১৪৪৩ জন পুলিশকর্মী  আহত হয়েছেন।

yogi adityanath
Advertisment