মার্কিন গায়িকা মেরি মিলবেন জন-গণ-মন গেয়ে জয় করলেন কোটি কোটি ভারতীয়র মন। এরপর স্টেজেই প্রধানমন্ত্রী মোদীর পা ছুঁয়ে তাকে প্রণাম জানিয়েছেন। মোদীর মার্কিন সফর ঘিরে প্রথম থেকেই ছিল টান টান উত্তেজনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে হোয়াইট হাউজের বাইরে চলল 'মোদী মোদী' স্লোগান। প্রবাসী ভারতীয়দের সম্বর্ধনায় মুখরিত হয়ে উঠল হোয়াইট হাউজ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মার্কিন যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে রোনাল্ড রিগান সেন্টারে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেন। ভাষণে তিনি দেশ, গণতন্ত্র, ডিজিট্যাল বিল্পব সেই সঙ্গে আমেরিকার উন্নয়নে প্রবাসী ভারতীয়দের অবদানকে তুলে ধরেন। কথা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জি২-২০ সভাপতিত্ব নিয়ে। ভাষণ শেষে হলিউড গায়িকা মেরি মিলবেন মঞ্চ থেকে পরিবেশন করেন জাতীয় সঙ্গীত ‘জন-গণ-মন’ । যা শুনে সেখানে উপস্থিত হাজার হাজার অনাবাসী ভারতীয় আবেগে বেসে যান। জাতীয় সঙ্গীত পরিবেশনের পর মঞ্চে উপস্থিত প্রধানমন্ত্রী মোদীর পা স্পর্শ করেন তিনি। এমনই বিরল মুহূর্তেই সাক্ষী থেকেছে সোশ্যাল মিডিয়া। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। অনুষ্ঠান মঞ্চে বক্তৃতা দেওয়ার সময় জনপ্রিয় মার্কিন গায়িকা মেরি মিলবেন বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদীর এই অনুষ্ঠানে অংশ নেওয়া আমার জন্য খুব গর্বের মুহূর্ত”।
এর আগে, রোনাল্ড রিগনে অনাবাসী ভারতীয়দের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘আপনারা সবাই আমেরিকায় একটি ‘ভারত-শ্রেষ্ঠ ভারতের’ ছবি উপস্থাপন করেছেন। আমি এর জন্য আপনাদের সকলকে অভিনন্দন জানাই’। মোদী বলেন, “আমেরিকায় আমি যে সম্মান পাচ্ছি, তার কৃতিত্ব আমেরিকায় আপনার কঠোর পরিশ্রম এবং আমেরিকার উন্নয়নের জন্য আপনার প্রচেষ্টা। আমি আমেরিকায় বসবাসরত প্রত্যেক ভারতীয়কে এই কৃতিত্বের জন্য অভিনন্দন জানাই”।
'নতুন ভারতের আত্মবিশ্বাস ফিরে এসেছে'
প্রধানমন্ত্রী বলেন, ‘ভারতের এই অগ্রগতির সবচেয়ে বড় কারণ ভারতের আত্মবিশ্বাস। এটা ১৪০কোটি ভারতীয়দের আস্থা যার কারণে দেশ আজ উন্নতির পথে। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘শত বছরের দাসত্ব আমাদের থেকে এই আত্মবিশ্বাস কেড়ে নিয়েছিল। সেই আত্মবিশ্বাস আবার নতুন করে ফিরে এসেছে ‘নতুন ভারতে’ । এই ভারত, আজ নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারে, ভারত আজ বিশ্বের বাকী সকল দেশের কাছে এক দৃষ্টান্ত”।