WFI প্রধানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের তদন্তের জন্য SIT গঠন, বিশেষ আদালতে জানাল দিল্লি পুলিশ। শুক্রবার দিল্লি পুলিশ বিশেষ আদালতকে জানিয়েছে যে WFI সভাপতি ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগীরদের তোলা যৌন হয়রানির অভিযোগের তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে।
অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হরজিত সিং জসপালের সামনে জমা দেওয়া এক স্ট্যাটাস রিপোর্ট-এ দিল্লি পুলিশ জানিয়েছে ,“মামলার গুরুত্ব বিবেচনা করে আমরা একটি এসআইটি গঠন করেছি। এসআইটি ব্রিজ ভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত করবে,"। এবিষয়ে আদালত পরবর্তী শুনানির দিন ধার্য করেছে ২৭ মে। ব্রিজ ভূষণের বিরুদ্ধে রয়েছে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, WFI সভাপতির বিরুদ্ধে রুজু করা হয়েছে দু'টি FIR । যদিও ব্রিজ ভূষণ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
জাতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে ওঠা যৌন হয়রানির প্রতিবাদে দিল্লির রাজপথে নেমে প্রতিবাদে সামিল দেশের তাবড় কুস্তিগীররা। একাধিক রাজনৈতিক দল ক্রিড়াবিদদের পাশে থাকার বার্তা দিয়েছেন। ভারতের রেসলিং ফেডারেশনের প্রধান বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে দেশের শীর্ষস্থানীয় কুস্তিগীরদের তোলা যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখতে গঠন করা হয়েছে বিশেষ পরিদর্শক কমিটি যাঁর মাথায় কিংবদন্তি মহিলা বক্সার মেরি কম।
জানা গিয়েছে ২০১৩ সালের প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট (PoSH) আইন অনুসারে সেখানে নেই কোন অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (Internal Complaints Committee (ICC)। জাতীয় কুস্তি ফেডারেশনই শুধু নয়, (ডব্লিউএফআই) ৩০টি জাতীয় ক্রীড়া ফেডারেশনের মধ্যে ১৬টিতেই নেই কোন অভ্যন্তরীণ অভিযোগ কমিটি। ইন্ডিয়ান এক্সপ্রেসের তদন্তে উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য। এবার এই নিয়ে কঠোর অবস্থান নিয়েছে NHRC।
ক্রিড়া সংস্থায় যৌন হয়রানি প্রতিরোধ আইন নিয়ে অবহেলার বিষয়ে কঠোর NHRC। ক্রিড়া মন্ত্রক, ফেডারেশন সহ SAI, BCCI-কে ইতিমধ্যেই এই বিষয়ে একটি নোটিশ পাঠানো হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, শুধু কুস্তি ফেডারেশনই নয়, ভারতে অনেক ক্রীড়া সংস্থাই যৌন হয়রানি প্রতিরোধ সংক্রান্ত অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি) গঠন করেনি। কেন আইসিসি কমিটি গঠন করা হয়নি, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট জানতে চেয়েছে NHRC