Advertisment

মর্মান্তিক! উত্তরপ্রদেশে হাইওয়েতে দুর্ঘটনায় মৃত ৬ শিশু-সহ ১৪

ট্রাক-গাড়ি সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন। মৃতদের মধ্য়ে রয়েছে ৬ শিশু। পুলিশ সূত্রে খবর, বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তাঁরা।

author-image
IE Bangla Web Desk
New Update
pratapgarh accident, প্রতাপগড়,

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী রইল উত্তরপ্রদেশের প্রতাপগড়। বৃহস্পতিবার মধ্য়রাতে লখনউ-এলাহাবাদ হাইওয়েতে ট্রাক-গাড়ি সংঘর্ষে প্রাণ হারালেন কমপক্ষে ১৪ জন। মৃতদের মধ্য়ে রয়েছে ৬ শিশু। পুলিশ সূত্রে খবর, বিয়েবাড়ি থেকে ফিরছিলেন তাঁরা।

Advertisment

দুর্ঘটনা প্রসঙ্গে অতিরিক্ত মুখ্য়সচিব অবনীশ অবস্তি জানিয়েছেন, দুর্ঘটনায় যাঁদের মৃত্য়ু হয়েছে, তাঁরা নবাবগঞ্জ এলাকায় একটি বিয়েবাড়ি থেকে ফিরছিলেন। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

এক বিবৃতিতে প্রতাপগড়ের পুলিশ সুপার অনুরাগ আর্য জানিয়েছেন, ‘‘১৯ নভেম্বর রাত পৌনে ১২টা নাগাদ এসইউভি-ট্রাক সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলে বাহিনীকে সঙ্গে নিয়ে যান সার্কেল অফিসার। এসইউভি থেকে ৫টি দেহ বের করে পুলিশ। পরে, উদ্ধারকাজে জেসিবি মেশিন আনা হয়। আরও ৯টি দেহ এসইউভি থেকে বের করা হয়। মোট ১৪ জনের মৃত্য়ু হয়েছে...কুন্দায় কমিউনিটি হেলথ সেন্টারে ময়নাতদন্তের জন্য় মৃতদেহগুলিকে পাঠানো হয়েছে’’।

আরও পড়ুন: জেলবন্দি সাংবাদিকের সঙ্গে আইনজীবীকে দেখা করার অনুমতি সুপ্রিম কোর্টের

পুলিশ সূত্রে খবর, ট্রাকের মাঝখানের একটি টায়ার পাংচার হয়ে গিয়েছিল। রাস্তার এক ধারে পার্ক করা ছিল ট্রাকটি। পিছন থেকে এসে ট্রাকে ধাক্কা মারে এসইউভি।

দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্য়নাথ। মৃতদের পরিজনকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment