New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/01/blast-759.jpg)
বিশাল শব্দে কেঁপে ওঠে এলাকা
ভয়ঙ্কর বিস্ফোরণ মহারাষ্ট্রের পালঘড়ে। শনিবার সন্ধ্যাবেলায় মহারাষ্ট্রের এই জেলার একটি রাসায়ানিক কারখানায় বিস্ফোরণে মৃত ছয়, আহত দুই। জানা গিয়েছে বোইসার শিল্পতালুকে তারা নাইট্রা কারখানাটিতে এই ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটে।
Advertisment
WATCH | Massive explosion at chemical factory in Boisar near Mumbai pic.twitter.com/9VqhoPu8eo
— The Indian Express (@IndianExpress) January 11, 2020
সূত্রের খবর, বিস্ফোরণের ভয়াবহতা এতোটাই ছিল যে কেঁপে ওঠে গোটা এলাকা। এমনকী বিস্ফোরণের তীব্রতার জেরে বিল্ডিংটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।
Advertisment
ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল।