ভয়ঙ্কর বিস্ফোরণ মহারাষ্ট্রের পালঘড়ে। শনিবার সন্ধ্যাবেলায় মহারাষ্ট্রের এই জেলার একটি রাসায়ানিক কারখানায় বিস্ফোরণে মৃত ছয়, আহত দুই। জানা গিয়েছে বোইসার শিল্পতালুকে তারা নাইট্রা কারখানাটিতে এই ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটে।
WATCH | Massive explosion at chemical factory in Boisar near Mumbai pic.twitter.com/9VqhoPu8eo
— The Indian Express (@IndianExpress) January 11, 2020
সূত্রের খবর, বিস্ফোরণের ভয়াবহতা এতোটাই ছিল যে কেঁপে ওঠে গোটা এলাকা। এমনকী বিস্ফোরণের তীব্রতার জেরে বিল্ডিংটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।
ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল।