মহারাষ্ট্রের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, মৃত ৬

জানা গিয়েছে বোইসার শিল্পতালুকে তারা নাইট্রা কারখানাটিতে এই ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটে।

জানা গিয়েছে বোইসার শিল্পতালুকে তারা নাইট্রা কারখানাটিতে এই ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটে।

author-image
IE Bangla Web Desk
New Update
maharastra blast

বিশাল শব্দে কেঁপে ওঠে এলাকা

ভয়ঙ্কর বিস্ফোরণ মহারাষ্ট্রের পালঘড়ে। শনিবার সন্ধ্যাবেলায় মহারাষ্ট্রের এই জেলার একটি রাসায়ানিক কারখানায় বিস্ফোরণে মৃত ছয়, আহত দুই। জানা গিয়েছে বোইসার শিল্পতালুকে তারা নাইট্রা কারখানাটিতে এই ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটে।

Advertisment

Advertisment

সূত্রের খবর, বিস্ফোরণের ভয়াবহতা এতোটাই ছিল যে কেঁপে ওঠে গোটা এলাকা। এমনকী বিস্ফোরণের তীব্রতার জেরে বিল্ডিংটিও ক্ষতিগ্রস্থ হয়েছে।

ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল।

Read the full story in English

Maharashtra