ভয়ঙ্কর বিস্ফোরণ মহারাষ্ট্রের পালঘড়ে। শনিবার সন্ধ্যাবেলায় মহারাষ্ট্রের এই জেলার একটি রাসায়ানিক কারখানায় বিস্ফোরণে মৃত ছয়, আহত দুই। জানা গিয়েছে বোইসার শিল্পতালুকে তারা নাইট্রা কারখানাটিতে এই ভয়ঙ্কর বিস্ফোরণটি ঘটে। Advertisment Advertisment সূত্রের খবর, বিস্ফোরণের ভয়াবহতা এতোটাই ছিল যে কেঁপে ওঠে গোটা এলাকা। এমনকী বিস্ফোরণের তীব্রতার জেরে বিল্ডিংটিও ক্ষতিগ্রস্থ হয়েছে। ইতিমধ্যেই সেখানে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা দল। Read the full story in English