শুক্রবার আসামের নওগাঁ জেলায় একটি পুকুরের জল দিয়ে বয়ে যায় বিদ্যুৎ। অজান্তেই সেই পুকুরে মাছ ধরতে নামেন ছয় জেলে। ঘটনাস্থলে একইসঙ্গে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহত হন তারা।
জুরিয়া থানার অধীনে রূপোহি এলাকায় ঘটনাটি ঘটেছে, প্রাথমিক তদন্ত করে দেখা গেছে প্রায় ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তার ঝুলে ছিল পুকুরটিতে। সেই তার থেকেই ক্রমাগত সবার অগোচরেই জল দিয়ে বাহিত হচ্ছিল বিদ্যুৎ।
আরও পড়ুন শহরের মুখ ঢেকেছে তারের জঙ্গলে, দেখুন ছবিতে
পুলিশ সূত্রে জানা গেছে যে এলাকার লোক ওই তার ছিঁড়ে যেতে দেখে বিদ্যুৎ বিভাগকে খবর দেন, কিন্তু সেখান থেকে তারা জানান, ওই তার দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছেনা। ভয়ের কোনো কারণ নেই। তার ঘণ্টাখানেক পরই জেলেরা সেই পুকুরে যান মাছ ধরতে, এবং ঘটনাস্থলেই আহত হন।
আহতদেরকে নওগাঁ সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এই ঘটনায় ক্ষুদ্ধ গ্রামবাসীরা অ বিৎ
ৎগের অফিসারের বাসভবনে। সেখানে তার গাড়ি সহ বাড়ি ভাঙচুর করে তারা। ঘটনার জেরে গোটা এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। ঘটনা স্থলে এলাকার পুলিশ গিয়ে পৌছালে নিয়ন্ত্রনে আনা হয়।
সরকারি সূত্রে জানায়, মূখ্যমন্ত্রী সরবানন্দ সোনাওয়ালের নির্দেশে বিদ্যুৎমন্ত্রী কেশব গোগোই ওই এলাকা পরিদর্শনে যান।