Advertisment

গত ৪ দিনে প্রাণহানি ৬ অমরনাথ যাত্রীর

স্থানীয় ও নিরাপত্তাবাহিনী সূত্রের খবর, মৃতদের মধ্যে ১৮ জন তীর্থযাত্রী, ২ জন সেবাদার বা স্বেচ্ছাসেবক এবং ২ জন নিরাপত্তারক্ষী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অমরনাথ যাত্রায় পূন্যার্থীরা

গত চারদিনে মারা গিয়েছেন ৬ জন অমরনাথ তীর্থযাত্রী। এই বছর এখনও পর্যন্ত অমরনাথ যাত্রীদের মৃত্যুর সংখ্যা ২২। শনিবার এক আধিকারিক এই তথ্য জানিয়েছেন।

Advertisment

স্থানীয় ও নিরাপত্তাবাহিনী সূত্রের খবর, মৃতদের মধ্যে ১৮ জন তীর্থযাত্রী, ২ জন সেবাদার বা স্বেচ্ছাসেবক এবং ২ জন নিরাপত্তারক্ষী। এছাড়াও বিভিন্ন কারণে গুরুতর জখম হয়েছেন আরও ৩০ জন। তাঁদের মধ্যে কয়েকজন পাথরের আঘাতে জখম হয়েছেন।

ভূপৃষ্ঠ থেকে ৩৮৮৮ মিটার উঁচুতে অবস্থিত অমরনাথ যাত্রার সময় প্রতিবছরই অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়েন তীর্থযাত্রীদের একাংশ। সেই কারণেই অমরনাথ যাত্রীদের জন্য বিশেষ হেলথ চেক-আপের ব্যবস্থা থাকে। প্রতিটি তীর্থযাত্রীকে এই কারণে ডাক্তারের কাছ থেকে ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। যদিও তার পরেও অনেকেই অসুস্থ হয়ে পড়েন। প্রাণহানিও হয় নিয়মিত।

সূত্রের খবর, চলতি বছরে প্রায় আড়াই লক্ষ পূণ্যার্থী অমরনাথ যাত্রায় অংশ নিয়েছেন। যাত্রা শুরু হয়েছে গত ১ জুলাই, শেষ হবে আগামী ১৫ অগস্ট।

Read the full story in English

amarnath yatra
Advertisment