Advertisment

সিঙ্ঘু সীমান্তে দেহ উদ্ধারে নিন্দা সংযুক্ত কৃষক মোর্চার! পুলিশি তদন্তে সাহায্যের আশ্বাস

Singhu Border: শুক্রবার রীতিমতো বিবৃতি দিয়ে এই ঘটনা থেকে সংযুক্ত কৃষক মোর্চার দুরত্ব বাড়িয়েছেন সদস্যরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Farmers Protest, Supreme Court

দীর্ঘ প্রায় এক বছর ধরে দিল্লি সীমান্তে অবস্থান বিক্ষোভে কৃষকরা।

Singhu Border: সিঙ্ঘু সীমান্তে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের ঘটনার তীব্র নিন্দা করল সংযুক্ত কৃষক মোর্চা। এই সংগঠন দিল্লি সীমান্তে প্রায় এক বছর ধরে চলা কৃষক আন্দোলনের অন্যতম উদ্যোক্তা। শুক্রবার রীতিমতো বিবৃতি দিয়ে এই ঘটনা থেকে সংযুক্ত কৃষক মোর্চার দুরত্ব বাড়িয়েছেন সদস্যরা। তাঁদের মন্তব্য, ‘দেহ উদ্ধারের ঘটনার তদন্তে পুলিশকে সবরকমের সাহায্য করবে সংযুক্ত কৃষক মোর্চা। নিহাঙ্গ গোষ্ঠী এই ঘটনার দায় নিয়েছে। তাদের অভিযোগ নিহত ব্যক্তি পবিত্র গ্রন্থ বিকৃত করার হুমকি দিয়েছিল। কিন্তু এসকেএম এই খুনের ঘটনার তীব্র নিন্দা করছে। এবং নিহত কিংবা অভিযুক্তপক্ষ কারও সঙ্গে সংযুক্ত কৃষক মোর্চার কোনও সম্পর্ক নেই। এসকেএম যেকোনও পবিত্র ধর্মগ্রন্থ কিংবা প্রতীকের বিকৃতকরণের বিরোধী। তার মানে এই নয় যে কেউ আইন হাতে নিয়ে নেবে। তাই সংগঠন প্রকৃত তদন্তের পর এই ঘটনায় জড়িতদের কড়া শাস্তি দাবি করছে।‘

Advertisment

এদিকে পুলিশ সুত্রে খবর, এসকেএম নিহাঙ্গ গোষ্ঠীর সঙ্গে তাঁদের সম্পর্ক অস্বীকার করলেও, এই গোষ্ঠীকে আন্দোলনের মঞ্চে প্রায় দেখা গিয়েছে। সিঙ্ঘু সীমানায় কৃষকদের ধর্নাস্থলের কাছে পুলিশের ব্যারিকেডে ঝুলছে হাত-পা কাটা যুবকের ক্ষতবিক্ষত দেহ। যা ঘিরে শুক্রবার সকাল থেকে চরম উত্তেজনা ওই অঞ্চলে। কে বা কারা এই নৃশংস কাজ করেছে তা নিয়ে নানা প্রশ্ন। এই ঘটনায় পুলিশের নিশানায়, কৃষক ধর্না আন্দোলনের অন্যতম সহযোগী নিহাঙ্গ শিখ গোষ্ঠী। জানা গিয়েছে, ভিডিও বার্তায় নিহাঙ্গ শিখ গোষ্ঠী এই খুনের দায় স্বীকার করেছে।

ভাইরাল একটি ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে, যুবকটিকে প্রথমে উল্টে যাওয়া পুলিশ ব্যারিকেডে বাঁধা হচ্ছে, পরে তার কব্জি কেটে ফেলা হয় এবং গোড়ালি, পা ভেঙে দেওয়া হয়। পুলিশের মতে, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে এই ঘটনার পিছনে রয়েছে নিহঙ্গ শিখ যোদ্ধা গোষ্ঠী। শিখ ধর্মগ্রন্থকে অসম্মান করেছে সন্দেহে ওই যুবককে তারা হত্যা করেছে।

নিহত বছর ৩৫-এর যুবক লখবীর সিং। তাঁর বাড়ি পাঞ্জাবের তরণ তারং জেলার চিমা-কালাং গ্রামে। গ্রামপঞ্চায়েত প্রধান ও স্থানীয় ডিএসপি ওই যুবকের পরিচয় নিশ্চিত করেছেন। পুলিশের দাবি, ঘটনার খবর এ দিন ভোর পাঁচটা নাগাদ পেয়েছিল তারা। এরপরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুঁদলি থানার পুলিশ।

সোনিপথের পুলিশ সুপার জশহানদীপ সিং রনধাওয়া বলেন, ‘রক্তাক্ত ক্ষতবিক্ষত যুবককে সাভিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের এফআইআর করা হয়েছে। ভাইরাল কয়েকটি ভিডিওথেকে জানা যাচ্ছে যে,পবিত্র ধর্মগ্রন্থ কে অসম্মান করার দায়ে নিহাঙ্গ শিখ গোষ্ঠী এই কাজ করেছে। প্রাথমিক অনুমান হচ্ছে নিহঙ্গ শিখ গোষ্ঠীর লোকেরাই যুবকটিকে প্রথমে মারধর করে খুন করেছে। ঘটনার তদন্ত হচ্ছে।’

ভাইরাল ভিডিওতে, ওই ব্যক্তিকে রক্তের সাগরে শুয়ে থাকতে দেখা যাচ্ছে, সর্বত্র রক্ত পড়ে রয়েছে। হাত দড়ি দিয়ে বাঁধা এবং তার মুখের পাশ থেকে বাম বাহু কাটা, বেশ কয়েকজন লোক দাঁড়িয়ে তাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।

 ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Singhu Border Delhi Border Farmers Protest Body Rcover
Advertisment