আফগানিস্তানে নিহত চিত্রসাংবাদিক দানিশ সিদ্দিকি-সহ চার ভারতীয়কে পুলিৎজার পুরস্কার দেওয়া হল। রয়টার্সের দানিশ এবং তাঁর সহকর্মী আদনান আবিদি, সান্না ইরশাদ মাট্টু এবং অমিত দাভের নাম পুরস্কারের জন্য ঘোষণা করা হয়েছে সোমবার। পুলিৎজার পুরস্কার ওয়েবসাইট অনুযায়ী, কোভিড কালে ভারতে হাহাকারের দৃশ্যের জন্য এই মরণোত্তর পুরস্কার দেওয়া হচ্ছে দানিশের পরিবারকে।
৩৮ বছরের দানিশ গত বছর আফগানিস্তানে তালিবান হামলার সময় নিহত হন। বহু সম্মানে ভূষিত দানিশ গত বছর কান্দাহারের স্পিন বোলদাকে আফগানদের সঙ্গে তালিবানের যুদ্ধের মাধখানে পড়ে গিয়ে প্রাণ হারান। এই নিয়ে দ্বিতীয়বার পুলিৎজার পুরস্কার পেলেন দানিশ। ২০১৮ সালে এই বহু সম্মানিত পুরস্কার পেয়েছিলেন তিনি। সেবার রোহিঙ্গা সঙ্কটের ছবির জন্য রয়টার্সের টিমকে দেওয়া হয়েছিল পুরস্কার। সেই দলে দানিশও ছিলেন। আফগানিস্তান সংঘাত, হংকং প্রতিবাদ-সহ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ইউরোপের বহু ঘটনা তিনি কভার করেছেন।
জামিয়া-মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে দানিশ অর্থনীতিতে ডিগ্রি নিয়ে জামিয়ার এজেকে মাস কমিউনিকেশন রিসার্চ থেকে সাংবাদিকতায় ডিগ্রি পেয়েছিলেন। কেরিয়ারের শুরুতে টিভি সাংবাদিক হিসাবে শুরু করলেও পরে চিত্র সাংবাদিক হিসাবে রয়টার্সে ইন্টার্ন হিসাবে ২০১০ সালে যোগ দেন দানিশ। ব্রেকিং নিউজ ফটোগ্রাফি বিভাগে লস অ্যাঞ্জেলেস টাইমসের মার্কাস ইয়াম শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছেন।
আরও পড়ুন দখলবিরোধী অভিযান ঘিরে অগ্নিগর্ভ শাহিনবাগ, আবেদন শুনল না সুপ্রিম কোর্টও
প্রসঙ্গত, হাঙ্গেরিয়ান-আমেরিকান সাংবাদিক জোসেফ পুলিৎজারের নামে এই পুলিৎজার পুরস্কার দেওয়া হয় প্রতি বছর। ১৯১১ সালে তাঁর মৃত্যুর আগে তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়কে নিজের সমস্ত সঞ্চয় দান করে যান। পরের বছর তাঁর সঞ্চয়ের একটা অংশ দিয়ে স্কুল অফ জার্নালিজম তৈরি করা হয় এবং চালু হয় তাঁর নামাঙ্কিত পুলিৎজার পুরস্কার। ১৯১৭ সালে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়।