Advertisment

বাস্তিল দিবস কুচকাওয়াজের প্রধান অতিথি মোদী, কৌশলগত বন্ধুত্ব, প্রতিরক্ষা খাতে জোর

আগামী ১৪ জুলাই থেকে দু'দিনের ফ্রান্স সফরে প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
Narendra Modi, Narendra Modi Paris visit, Emmanuel Macron modi meet, Modi Bastille Day Parade, Bastille Day Parade, india france relations, modi in france, modi in paris, modi macron, Bastille Day Parade paris, Bastille Day Parade modi,indian express

আগামী ১৪ জুলাই থেকে দু'দিনের ফ্রান্স সফরে প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

দু’দিনের ফ্রান্স সফরে যাচ্ছে প্রধানমন্ত্রী মোদী। ফ্রান্সের জাতীয় দিবস, বাস্তিল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ভারতের হিসাবে উপস্থিত থাকতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী। পাশাপাশি চলতি বছরই ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্ক ২৫ বছরে পদার্পণ করছে। স্বাভবিক ভাবেই বাস্তিল দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শুরু করে ভারত-ফ্রান্স দ্বিপাক্ষিক কৌশলগত সম্পর্কে ২৫ বছর পূর্তিতে মোদীর এই সফর বিশেষ ভাবে তাৎপর্যপূর্ন।

Advertisment

আগামী ১৪ জুলাই থেকে দু'দিনের ফ্রান্স সফরে প্যারিস যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রান্সের বাস্তিল ডে প্যারেডে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-য়ের পরে, মো্দী’ই হলেন দ্বিতীয় প্রধানমন্ত্রী যাকে এই সম্মান দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী মোদীর এই সফর উভয় দেশের কৌশলগত অংশীদারিত্বের দিক থেকে গুরুত্বপূর্ণ, ভারতীয় নৌবাহিনীর জন্য এই সফরের কৌশলগত গুরুত্ব রয়েছে। মোদীর এই সফর ফ্রান্সের সঙ্গে ভারতের কৌশলগত বন্ধুত্ব জোরদার করবে, অর্থনৈতিক সহযোগিতার ওপর জোর দেওয়া হবে এই সফরে। এছাড়াও মোদীর এই সফর ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ককে নতুন মাত্রা দেবে বলে আশা করা হচ্ছে।

কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে, গত ৩০ বছরে ফ্রান্স ইউরোপে ভারতের সবচেয়ে শক্তিশালী অংশীদার হিসেবে আবির্ভূত হয়েছে। প্রতিরক্ষা চাহিদা মেটানোর ক্ষেত্রে রাশিয়ার পর ফ্রান্সও ভারতের সবচেয়ে বড় বন্ধু হিসেবে আবির্ভূত হয়েছে। সেই কথা মাথায় রেখেই মোদীর এই সফর বিশেষ ভাবে গুরুত্বপুর্ণ উভয় দেশই প্রতিরক্ষা চুক্তি সংক্রান্ত একাধিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। এই সফরে প্রধানমন্ত্রী মোদীকে সঙ্গে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমান্যুয়েল ম্যাক্র্যোঁ প্যারিসের বিখ্যাত মিউজিয়াম পরিদর্শনে যাবেন এবং প্রবাসী ভারতীয়দের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বক্তব্য রাখবেন বলে জানা গিয়েছে।  

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক হতে চলেছে। ইতিমধ্যে উভয় দেশ প্রতিরক্ষা খাতেও একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ফ্রান্স থেকে প্রযুক্তি হস্তান্তরের বিষয়েই ইতিবাচক বৈঠক হতে পারে মোদীর এই সফরে। মোদীর এই সফরে নৌবাহিনীর প্রয়োজনে ফ্রান্স থেকে ২৬টি রাফালে বিমান কেনার কথা ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রস্তাবগুলির মধ্যে রয়েছে রাফালে-এম বিমান কেনার পাশাপাশি নৌবাহিনীর জন্য ৩টি স্কোর্পিন সাবমেরিন। এই সময়ে, ফ্রান্স ভারতকে আরও কিছু অস্ত্র সরবরাহের বিষয়েও বড় ঘোষণা করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্রান্স সফরের সময়, ভারতীয় নৌবাহিনীর জন্য রাফালে এম যুদ্ধবিমান সম্পর্কিত একটি চুক্তি ঘোষণা করা হতে পারে। ফ্রান্সের কাছ থেকে এই ধরনের ২৬টি যুদ্ধবিমান কেনার প্রস্তাব রয়েছে।

দুদিনের সফরে ফ্রান্সে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি ১৪ জুলাই ফ্রান্সের জাতীয় দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন। এটি বাস্তিল ডে প্যারেড নামেও পরিচিত। বিশেষ অতিথি হিসেবে এই কুচকাওয়াজে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে মোদীর এই ফ্রান্স সফর। ভারতীয় সামরিক বাহিনীর একটি দলও এই কুচকাওয়াজে অংশ নেবে, যেখানে সমগ্র বিশ্ব ভারতীয় সেনাবাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর শক্তি এবং দক্ষতা দেখতে পাবেন।

modi
Advertisment