অবশেষে এসএমএস পরিষেবা ফিরল জম্মু কাশ্মীরে। ঘড়ির কাঁটার হিসেবে নতুন দশক শুরু হবার সঙ্গে সঙ্গেই এই পরিষেবা ফের চালু করা হল সেখানে। মোট ১৫০ দিন এই পরিষেবা এখানে স্থগিত রাখা হয়েছিল। কাশ্মীর উপত্যকার সমস্ত হাসপাতালেও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করার অনুমতি মিলেছে।
Advertisment
সংবাদমাধ্যমের কাছে প্রধান সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) রোহিত কানসাল লখনপুর, রেল স্টেশন ও বিমানবন্দর সহ পুরো জম্মু কাশ্মীরে টোল পোস্টগুলি ১ জানুয়ারি থেকে চালু হয়ে যাবার কথা জানান।
কানসাল বলেন, পুরো কাশ্মীরের সমস্ত ছাত্রছাত্রী, কনট্র্যাক্টর, ট্যুর অপারেটর ও সরকারি আধিকারিকরা যাতে ইন্টারনেট পরিষেবা পান সে কারণে প্রায় ৯০০টি টাচ পয়েন্ট বসানো হবে। প্রায় ৬ লক্ষ মানুষ এই পরিষেবা পারেবন বলে তিনি জানান। বিএসএনএল গত ৫ সেপ্টেম্বর তাদের পরিষেবা চালু করলেও সমস্ত পোস্ট পেড মোবাইল ফোন পরিষেবা চালু হয়েছে ১৪ অক্টোবর থেকে।
লেফটেন্যান্ট গভর্নরের উপদেষ্টা কে কে শর্মার নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটিও গঠন করা হয়েছে, যে কমিটি শিল্প ক্ষেত্রে প্রতিযোগিতার পরিস্থিতি উন্নয়নের ব্যাপারে বিভিন্ন পরামর্শ দেবে।
আপেল সংগ্রহের কাজে বাজারের হস্তক্ষেপের সময়সীমা ২০২০ সালের মার্চ মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ১৯ লক্ষ মেট্রিক টনের বেশি আপেল এই প্রকল্পের আওতায় রফতানি করা হয়েছে।