কেরালা থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানে সাপ। এই ঘটনায় রীতিমত হুলস্থূল পড়ে যায়। বিমানের কার্গো হোল্ডে সাপটি পাওয়া গেছে। বিষয়টি জানাজানি হতেই যাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
তবে ততক্ষণে বিমানটি অবতরণ করেছে এবং অর্ধেকেরও বেশি যাত্রী দুবাই বিমানবন্দরে অবতরণ করেছে। কীভাবে সাপটি বিমানে ঢুকল এবং তা জানা যায়নি। ডিজিসিএ এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
শনিবার কেরালা থেকে দুবাই পৌঁছায় এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের B737800 বিমান। দুবাই বিমানবন্দরে যাত্রীরা বিমান থেকে নামছিলেন। কার্গো হোল্ড থেকে মালাপত্র বের করতে গেলেই চক্ষুচড়কগাছ।
তারা একটি সাপ দেখতে পায়। বিষয়টি সঙ্গে সঙ্গে বিমানবন্দর ফায়ার সার্ভিসকে জানানো হয়। ডিজিসিএ জানিয়েছে কিভাবে এবং কোন পর্যায়ে এই অবহেলা ঘটেছে তা যাচাই করা হচ্ছে। এ ব্যাপারে ব্যবস্থা দ্রুত নেওয়া হবে।