Advertisment

সর্পঘাতে মৃত ভাইয়ের শেষকৃত্যে সাপের ছোবলেই প্রাণ গেল দাদার, এলাকায় শোকের ছায়া!

পরিবারের অন্য এক সদস্য চন্দ্রশেখর পাণ্ডে যিনি অরবিন্দের সঙ্গে একই বাড়িতে ছিলেন তাকেও সাপে কামড়ায় বলে জানা গিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
UP, snakebite

সাপের কামড়ে প্রতিবছর প্রায় ৬৪ হাজার মানুষের মৃত্যু হয় শুধু আমাদের দেশেই।

মর্মান্তিক! সাপের কামড়ে মৃত্যু হয়েছিল ভাইয়ের। মৃত ভাইয়ের শেষকৃত্যে যোগ দিতে এসে সর্পাঘাতেই মৃত্যু হল দাদার। উত্তরপ্রদেশের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

Advertisment

পুলিশ সূত্রে জানা গিয়েছে কিছুদিন আগেই বছর ২২ এর অরবিন্দ মিশ্র সাপের কামড়ে মারা যান। এদিন তার শ্রাদ্ধানুষ্ঠানে যোগ দিতে ভবানীপুরে নিজের গ্রামের বাড়িতে আসেন তার দাদা গোবিন্দ মিশ্র। ঘুমের মধ্যে সাপের ছোবলে মৃত্যু হয় তারও। পরিবারের অন্য এক সদস্য চন্দ্রশেখর পাণ্ডে যিনি অরবিন্দের সঙ্গে একই বাড়িতে ছিলেন তাকেও সাপে কামড়ায় বলে জানা গিয়েছে। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার শারীরিক অবস্থা গুরুতর। 

আরও পড়ুন: < হাড় হিম কাণ্ড চুঁচুড়ায়, হাসপাতালে দুষ্কৃতীকে লক্ষ্য করে পরপর গুলি >

এদিকে ঘটনার খবর পেয়েই গ্রামে পৌঁছান প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন চিকিৎসক। স্থানীয় বিধায়ক কৈলাশ নাথ শুক্লা শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের সাহায্যের আশ্বাস দেন। পাশাপাশি প্রশাসনের কাছে এই ধরণের ঘটনা রোধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আর্জিও জানান তিনি।

uttar pradesh Snake Bite
Advertisment