Snowfall Atal Tunnel : তুষার আচ্ছাদিত রেলপথে কু ঝিক ঝিক করে চলেছে ট্রেন, ভিডিওতে দেখুন সুন্দর দৃশ্য

Atal Tunnel Snowfall : উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাত শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হিমাচল ও জম্মু কাশ্মীরে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

Atal Tunnel Snowfall : উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাত শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হিমাচল ও জম্মু কাশ্মীরে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
atal tunnel snow fall .

তুষার আচ্ছাদিত রেলপথে চলছে ট্রেন চলছে? ভিডিওতে দেখুন সুন্দর দৃশ্য Photograph: (ফাইল ছবি)

Atal Tunnel Snowfall :  তুষার আচ্ছাদিত রেলপথে চলছে ট্রেন  চলছে? ভিডিওতে দেখুন সুন্দর দৃশ্য

Advertisment

হিমাচলের তাপমাত্রা কমে যাওয়ায় পাহাড়ে তুষারপাত অব্যাহত রয়েছে। এদিকে, আগামী ২৪ ঘণ্টায় আরও ব্যাপক তুষারপাতের  সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এমন পরিস্থিতিতে সোলাং উপত্যকা থেকে অটল টানেল পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।  যার জেরে অটল টানেলের ভিতরে তৈরি হয়েছে দীর্ঘ যানজট।

সোলাং উপত্যকা এবং অটল টানেলের মধ্যে ২০০০ এরও বেশি যানবাহন আটকে পড়েছে। এখনও পর্যন্ত, প্রায় ১৮০০-এর বেশি যানবাহনে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।  ২০০-এর বেশি যানবাহন এখনও তুষারপাতের জেরে  সোলাং এবং অটল টানেলের মধ্যে আটকে আছে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বরফে ঢাকা রেলপথের একটি ছবি শেয়ার করেছেন।  

Advertisment

উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর ও হিমাচল প্রদেশে তুষারপাত শুরু হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় হিমাচল ও জম্মু কাশ্মীরে ভারী তুষারপাতের সম্ভাবনা রয়েছে।  করেছে আবহাওয়া দফতর। এদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি ভিডিও শেয়ার করেছেন, যাতে তিনি লিখেছেন, "কাশ্মীরের তুষারময় স্বর্গের মধ্য দিয়ে - ভারতীয় রেলওয়ে"।

জম্মু ও কাশ্মীরে তুষারপাতের কারণে ডাল লেকে বরফে  পরিণত হয়েছে। শুক্রবার জম্মু ও কাশ্মীরের বেশিরভাগ সমতল ও পাহাড়ি এলাকায় তুষারপাত হয়েছে। শনিবার গুলমার্গে সর্বনিম্ন তাপমাত্রা -৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। 

Atal Tunnel Snowfall