Advertisment

বিয়ের প্রস্তুতির মাঝেই এল ছেলের মৃত্যুসংবাদ, শোকে বিহ্বল পুঞ্চ হামলায় নিহত সেনা পরিবার

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় জঙ্গি হামলায় নিহত হন গৌতম কুমার।

author-image
IE Bangla Web Desk
New Update
Poonch attack, rajouri terror attack, terrorist attack in rajouri, jammu soldiers killed, soldiers from uttarakhand killed, soldier killed in poonch attack had wedding in march",

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় জঙ্গি হামলায় নিহত হন গৌতম কুমার।

মাত্র চার মাস পরই ছিল বিয়ে। তার আগেই জম্মু-কাশ্মীরে জঙ্গিদের গুলিতে শগীদ হলেন উত্তরপ্রদেশের গৌতম কুমার (২৮)। ১৬ ডিসেম্বরই তিনি তাঁর তার ছুটি থেকে ডিউটিতে ফিরে আসেন। ঠিক তার মাত্র ৫ দিন পরই জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় সন্ত্রাসবাদী হামলায় নিহত হন গৌতম কুমার। ছেলের মৃত্যুর খবরে ভেঙে পড়েছে গোটা পরিবার থেকে পড়শিরা। বিয়ের নিয়ে পরিবারের ছিল নানান পরিকল্পনা। সামনের বছর ১১ ই মার্চ বিয়ের দিনক্ষণ স্থির হয়।

Advertisment

ছেলের মৃত্যু এভাবে মেনে নিতে পারছেন পরিবার। গৌতমের বড় ভাই রাহুল কুমার শুক্রবার ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়েন। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় জঙ্গি হামলায় নিহত হন গৌতম কুমার। পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট (পিএএফএফ) হামলার দায় স্বীকার করেছে এবং একটি ছবি প্রকাশ করেছে যাতে অত্যাধুনিক মার্কিন M4 কার্বাইন অ্যাসল্ট রাইফেলের ব্যবহার দেখানো হয়েছে। এদিকে জঙ্গিদের ধরতে চলছে অভিযান। বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা।উত্তরপ্রদেশ জেলা প্রশাসন জানিয়েছে, গৌতম কুমারের মরদেহ পরিবারের হাতে তুলে দেওয়া জন্য মিলিটারি ওয়েলফেয়ার বোর্ডের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁর দেহ কোটদ্বারে পৌঁছলে, কোথায় তাঁর শেষকৃত্য হবে সে সম্পর্কে তথ্য প্রকাশ করা হবে।

জঙ্গি হামলায় হিনত আরেক সেনা নায়েক বীরেন্দ্র সিং যিনি উত্তরাখণ্ডের চামোলির বামিয়ালা গ্রামের বাসিন্দা ছিলেন। মা-বাবা ও ভাই-বোন ছাড়া স্ত্রী ও দুই মেয়ে রয়েছেন পরিবারে। বাবা পেশায় কৃষক, বড় ভাই ইন্দো-তিব্বত বর্ডার পুলিশে কর্মরত। বীরেন্দ্র সিং তার ভাইবোনদের মধ্যে সবার ছোট ছিলেন।

পুঞ্চে ভয়াবহ জঙ্গি হামলার স্মৃতি উস্কে দিয়েছে পুলওয়ামা হামলাকে। এনিয়ে সরকারকে নিশানা করেছেন বিরোধী শিবিরের নেতারা। জঙ্গি হামলায় সব মিলিয়ে এখনও পর্যন্ত পাঁচজন সেনাকর্মী শহিদ হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জওয়ান। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার রাত থেকেই ডেরা কি গলি এবং তার আশেপাশের এলাকায় জঙ্গিদের সন্ধানে অভিযান চালাচ্ছিল যৌথ বাহিনী। শুক্রবার সকালেও, জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় হয়। জঙ্গিদের ধরতে এখনও চলছে তল্লাশি অভিযান। প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ এবং মেহবুবা মুফতিও হামলার নিন্দা করেছেন। হামলার পরিপ্রেক্ষিতে, নিরাপত্তা বাহিনী এই অঞ্চলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে। জঙ্গিদের খুঁজে বের করার জন্য বিমান নজরদারি এবং স্নিফার কুকুর মোতায়েন করা হয়েছে।

Terrorist Attack jammu and kashmir
Advertisment