‘‘অপহৃত হননি, নিরাপদেই বুদগামের সেনা জওয়ান’’

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রেও দাবি করা হয়েছে, ওই সেনা জওয়ান নিরাপদেই রয়েছেন। পুলিশের একটি দল বাড়িতে গিয়ে ইয়াসিনকে দেখে এসেছে বলেও জানানো হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে।

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রেও দাবি করা হয়েছে, ওই সেনা জওয়ান নিরাপদেই রয়েছেন। পুলিশের একটি দল বাড়িতে গিয়ে ইয়াসিনকে দেখে এসেছে বলেও জানানো হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে।

author-image
IE Bangla Web Desk
New Update
jammu kashmir, জম্মু কাশ্মীর

নিরাপদেই রয়েছেন বুদগামের সেই সেনা জওয়ান। প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

অপহরণ করা হয়নি, নিরাপদেই রয়েছেন জম্মু-কাশ্মীরের সেই সেনা জওয়ান। মহম্মদ ইয়াসিন ভাট নামের এক সেনা জওয়ানকে অপহরণ করা হয়েছিল বলে আশঙ্কা করা হচ্ছিল। শুক্রবার সন্ধ্যায় সেই জওয়ান বাড়ি ফিরেছেন। তিনি নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র। বুদগামের কাজিপোরায় বাড়ি ইয়াসিনের। ছুটিতে ছিলেন তিনি। সেসময়ই তাঁকে অপহরণ করা হয়েছে বলে খবর ছড়ায়।

Advertisment

জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রেও দাবি করা হয়েছে, ওই সেনা জওয়ান নিরাপদেই রয়েছেন। পুলিশের একটি দল বাড়িতে গিয়ে ইয়াসিনকে দেখে এসেছে বলেও জানানো হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে। অন্যদিকে, সেনা জওয়ানকে অপহরণ করার খবর ‘অসত্য’ বলে এদিন দাবি করেছেন প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র।

আরও পড়ুন, কাশ্মীরে নিষিদ্ধ জামাত-ই-ইসলামি, এবার নিয়ন্ত্রণ অনলাইনেও

Advertisment

এ প্রসঙ্গে বুদগামের এসএসপি নাগপুর আমোদ অশোক বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘‘বুদগামের কাজিপোরার বাসিন্দা ইয়াসিন ভাট নিরাপদেই রয়েছেন। সংবাদমাধ্যমকে অনুরোধ করছি আর কোনও জল্পনা ছড়াবেন না।’’

অন্যদিকে, ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক শীর্ষ পুলিশ আধিকারিক জানান, ‘‘ওঁর পরিবারের থেকে আমাদের জানানো হয় যে, অজ্ঞাতপরিচয় কয়েকজন বন্দুকবাজ বাড়িতে আসে। শুক্রবার তারা ইয়াসিনকে নিয়ে যায়...আমরা পরে জানতে পেরেছি, ওর হদিশ পাওয়া গিয়েছে। নিরাপদেই রয়েছেন তিনি।’’ ওই পুলিশ আধিকারিক আরও জানান, এ ঘটনায় তদন্ত চালানো হচ্ছে।

প্রসঙ্গত, অতীতে ছুটিতে থাকাকালীন নিরাপত্তা বাহিনীর দুই কর্মীকে টার্গেট করেছিল জঙ্গিরা। ২০১৮ সালের জুনে রাষ্ট্রীয় রাইফেলের জওয়ান ঔরঙ্গজেব ঈদের ছুটি কাটাতে বাড়ি যাচ্ছিলেন। সেসময় তাঁকে অপহরণ করে পুলওয়ামায় হত্যা করে জঙ্গিরা। ২০১৭ সালের সেপ্টেম্বরে বিএসএফ কনস্টেবল মহম্মদ রমজানকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে হত্যা করে জঙ্গিরা। ওই বছরের নভেম্বরে একই কায়দায় সোপিয়ানে ইরফান আহমেদ দার নামের এক জওয়ানকে অপহরণ করেছিল জঙ্গিরা। পরে তাঁর দেহ উদ্ধার হয়েছিল। ২০১৭ সালের মে মাসে সোপিয়ান থেকেই অপহরণ করে খুন করা হয়েছিল উমর ফয়াজ নামের এক জওয়ানকে। আত্মীয়ের বিয়েতে যোগ দিতে সোপিয়ানে এসেছিলেন উমর। সেসময়ই তাঁকে অপহরণ করা হয়।

Read the full story in English

jammu and kashmir national news