Advertisment

সেনা দেশের 'সুরক্ষা-কবচ', জওয়ানদের দীপাবলির শুভেচ্ছা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী

দীপাবলিতে এদিন নওসেরা সেক্টরে সেনা-কর্মীদের মিষ্টিমুখ করিয়েছেন নরেন্দ্র মোদী। সেনা-জওয়ানদের দীপাবলির শুভেচ্ছা প্রধানমন্ত্রীর।

author-image
IE Bangla Web Desk
New Update
Soldiers are our Suraksha Kawach, PM Narendra Modi in Jammu

দীপাবলিতে নওসেরা সেক্টরে সেনা-জওয়ানদের মিষ্টিমুখ করাচ্ছেন প্রধানমন্ত্রী।

'সেনারাই দেশের সুরক্ষা কবচ', বৃহস্পতিবার জম্মু কাশ্মীরের রাজৌরিতে সেনাকর্মীদের সঙ্গে দীপিবলি পালনের আবহে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিরক্ষা ক্ষেত্রে সক্ষমতা বাড়াতে তাঁর সরকারের একাধিক পদক্ষেপেরও এদিন উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা বাজেটের প্রায় ৬৫ শতাংশ অর্থ দেশের মধ্যেই ব্যয় করা হচ্ছে বলেও এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী।

Advertisment

এদিন রাজৌরির নওসেরা সেক্টরে সেনা-জওয়ানদের সঙ্গে দীপিবলি পালন করেন মোদী। দীপিবলিতে সেনাকর্মীদের মিষ্টিমুখ করিয়েছেন নরেন্দ্র মোদী। সেনাকর্মীদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন নমো। সীমান্তে প্রতিনিয়ত নানা হুমকি, হঁশিয়ারির মোকাবিলা করে চলেছেন সেনা-জওয়ানরা। আজ এই বিশেষ দিনে দেশের প্রতিটি প্রান্তে থাকা সোন-জওয়ানদের দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন নমো। প্রধানমন্ত্রী এদিন বলেন, “দেশের শান্তি বিঘ্নিত করতে বহু চেষ্টা হয়েছে। আমাদের সেনা-জওয়ানরা সেই সব প্রচেষ্টার যোগ্য উত্তর দিয়েছেন।”

এদিন এই উৎসবের দিনে দেশের সেনা-জওয়ানদের ভারত মাতার “সুরক্ষা কবচ” বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী। সেনাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মোদী এদিন বলেন, “আপনারা সীমান্তে রয়েছেন বলেই দেশের মানুষ নিশ্চিন্তে ঘুমোতে পারছেন। আপনাদের জন্যই উৎসবের দিনগুলিতে তাঁরা আনন্দে মেতে উঠতে পারছেন।”

publive-image
জম্মুতে সেনাকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত গত কয়েক বছরে উল্লেখযোগ্য উন্নতি করেছে বলেও সওয়াল মোদীর। তিনি এদিন আরও বলেন, “আজ দেশের মধ্যেই অর্জুন ট্যাঙ্ক তৈরি হচ্ছে। তেজসের মতো যুদ্ধবিমানও দেশের মধ্যেই তৈরি করা হচ্ছে। আগে নিরাপত্তাবাহিনীর জন্য প্রতিরক্ষা সরঞ্জাম জোগাড় করতে কয়েক বছর সময় লেগে যেত। প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতার প্রতিশ্রুতিই পুরনো পদ্ধতি বদলের একমাত্র উপায়।”

আরও পড়ুন- ‘সংক্রমণ কমতেই টিকা নেওয়ায় অনীহা বড় বিপদ ডাকতে পারে’, আশঙ্কা প্রধানমন্ত্রীর

গত কয়েক বছরে দেশের সীমান্ত এলাকাগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হয়েছে বলে এদিন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে মোদী এদিন লাদাখ, অরুণাচল প্রদেশ, জয়সালমীর, আন্দামান ও নিকোবরের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উল্লেখ করেন। মোদী এদিন বলেন, “এই উদ্যোগ আমাদের সক্ষমতা বাড়াতে সাহায্য করেছে।” এরই পাশাপাশি এদিন ২০১৬-এর সার্জিকাল স্ট্রাইকেরও ফের একবার প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী। এপ্রসঙ্গে মোদী এদিন বলেন, “সার্জিক্যাল স্ট্রাইকের সময় সেনার ভূমিকা প্রতিটি ভারতীয়কে গর্বিত করেছে।”

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখনটেলিগ্রামে, পড়তেথাকুন

Indian army narendra modi PM Modi jawan Diwali 2021
Advertisment