NEET Controversy : বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা NEET-UG-তে কথিত অনিয়মের বিষয়ে তদন্তভার সিবিআই-এর হাতে হস্তান্তর করেছে। পাশাপাশি এই ঘটনায় বিহার পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা রবিবার জানিয়েছে, যে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় "সল্ভার গ্যাং"-এর সদস্যকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে মিলেছে প্রশ্নপত্রের পিডিএফ ফাইল। একটি বিবৃতিতে, বিহার পুলিশ জানিয়েছে বলদেব কুমার "সল্ভার গ্যাং" এর মাস্টারমাইন্ড 'সঞ্জীব কুমারের' সঙ্গে এই ঘটনায় যুক্ত। সঞ্জীব কুমার এই মুহূর্তে পলাতক। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে রবি অত্রিকেও।
NEET-UG পরীক্ষার ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই বিতর্ক শুরু হয়। অনেক শিক্ষার্থী পূর্ণ নম্বর পেয়েছে। এমনটা আগে কখনও হয়নি, তারপরই শুরু হয় বিতর্ক। বিহার পুলিশের তদন্তে জানা গেছে, পরীক্ষার একদিন আগে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। আগের রাতেই অনেক শিক্ষার্থীর কাছে প্রশ্নপত্র পৌঁছে যায়। এই ঘটনা দেশের মর্যাদাপূর্ণ মেডিকেল এন্ট্রান্স পরীক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে।
আরও পড়ুন : < Foreign Mango: চিলি ম্যাঙ্গো থেকে নূর জাহান! আম চাষেই লাখপতি! পথ দেখাচ্ছে শঙ্কর মাস্টার >
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান NEET কেলেঙ্কারির দায়িত্ব নিজের দায়িত্ব কাঁধে তুলে দিয়েছেন। সরকারও বিষয়টি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং কঠোর আইন প্রয়োগ করেছে। নতুন আইনে অপরাধীদের সর্বোচ্চ ১০ বছরের জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। পেপার ফাঁসের ঘটনায় ঝাড়খণ্ডের দেওঘর থেকে পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন মহারাষ্ট্রের এক শিক্ষককেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে