Advertisment

শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি সোমনাথ চট্টোপাধ্যায়ের

বেলভিউ নার্সিংহোমের সিইও প্রদীপ ট্যান্ডন জানিয়েছেন, "এই কয়েকদিনে সোমনাথ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এখন তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে।’’

author-image
IE Bangla Web Desk
New Update
Somnath Chatterjee continues to be critical

৮৯ বয়সের প্রাক্তন বাম নেতাকে ২৫ শে জুন,গুরুতর অবস্থায় নার্সিংহোমে ভর্তি করেন তাঁর পরিবারের লোকজন।

লোকসভার প্রাক্তন স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। কয়েকদিন আগে তাঁর সেরিব্রাল হ্যামারেজ হয়। তার পর থেকেই বেলভিউ নার্সিং হোম চিকিৎসাধীন রয়েছেন তিনি।

Advertisment

বেলভিউ নার্সিংহোমের সিইও প্রদীপ ট্যান্ডন জানিয়েছেন, " এই কয়েকদিনে সোমনাথ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি। এখন তাঁকে ক্রিটিকাল কেয়ার ইউনিটে রাখা হয়েছে। সাধারণত এই ধরণের রোগী পুরোপুরি সেরে উঠতে অনেকটা সময় নেন"। তিনি আরও জানান এখন আচ্ছন্ন অবস্থায় থাকলেও তাঁর জ্ঞান রয়েছে। এখনও অবধি কোনও অপারেশনের প্রয়োজন হয়নি।

আরও পড়ুন : দল ডাকলে তখন দেখা যাবে, বললেন অকপট সোমনাথ

৮৯ বয়সের প্রাক্তন এই বাম নেতাকে গত ২৫ জুন গুরুতর অসুস্থ অবস্থায় নার্সিংহোমে ভর্তি করা হয়। সেদিন থেকেই পারিবারিক চিকিৎসক ও বেলভিউ নার্সিংহোমের অন্য এক বিশেষজ্ঞের চিকিৎসাধীন রয়েছেন তিনি।

সোমনাথ চট্টোপাধ্যায় ২০০৪ থেকে ২০০৯ পর্যন্ত লোকসভার অধ্যক্ষ পদে ছিলেন। দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে নিজের বিধিবদ্ধ কাজ করার জন্য দলীয় রোষে পড়ে দীর্ঘদিনের সিপিএম সদস্যের পদ খোয়াতে হয় তাঁকে। তা সত্ত্বেও নিজের অবস্থান থেকে নড়েননি তিনি। সে কারণেই আজও ভারতের প্রায় সব রাজনৈতিক দলের কাছেই এখনও তিনি শ্রদ্ধেয় একটি নাম।

somnath chatterjee
Advertisment