Advertisment

সোনারপুরে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ১

সোনারপুর বাজি কারখানায় আগুন লেগে মারা গেলেন ১৯ বছরের দেবাশিস সর্দার। ন্যশানাল মেডিকেল কলেজে এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও দু জন।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুজোর আগেই বাজি কারখানায় বিস্ফোরণ সোনারপুরে

সোনারপুর বাজি কারখানায় বিস্ফোরণের জেরে একজনের মৃত্যু হল। মৃতের নাম দেবাশিস সর্দার। ১৯ বছরের দেবাশিস সর্দার আগুনে পুড়ে যাওয়ার পর তাঁকে কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেি রাতে মারা যান তিনি। এ ঘটনায় জখম অবস্থায় ওই হাসপাতালেই রয়েছেন বিক্রম মণ্ডল এবং সঞ্জু হালদার।

Advertisment

publive-image রাতে হাসপাতালে মারা গেলেন ১৯ বছরের দেবাশিস সর্দার

রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ গোবিন্দপুর হেদেরপাড়া এলাকার একটি বাজি কারখানায় আগুন লাগে। বারুদ ও গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা।একই সঙ্গে ধোঁয়ায় ভরে যায় পুরো এলাকা। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরে দমকলের তিনটি ইঞ্জিন এর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে বাজি কারখানা ৷ গুরুতর জখম হয়েছেন বেশ কয়েকজন ৷ ক্ষতিগ্রস্ত হয়েছে ওই কারখানার আশপাশের কয়েকটি বাড়িও৷ কয়েকটি বাড়ির জানলার কাচ ভেঙে গিয়েছে ৷ ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে ৷

বাজি কারখানায় বিধ্বংসী আগুন ও গ্যাস সিলিন্ডার ফেটে বিস্ফোরণের ঘটনায় কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় সূত্রের খবর, আগুন লাগার সময় প্রায় তিরিশ থেকে চল্লিশ জন শ্রমিক কাজ করছিলেন। তার মধ্যে প্রায় তিরিশ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আগুনের আতঙ্কে বাড়িছাড়া হয়েছেন অনেকেই ৷

গত বছরও এই কারখানায় বিস্ফোরণ হয়েছিল বলে জানা গেছে ৷

ঘন বসতি অঞ্চলে কী ভাবে বাজি কারখানা চলছিল তা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন৷ এদিনের ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়েও বিক্ষোভ দেখিয়েছেন এলাকার বাসিন্দারা৷

fire
Advertisment