কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিএসপি নেত্রী মায়াবতী 'ভারত রত্ন' সম্মানের দাবিদার। মঙ্গলবার এই দাবি করেছেন আআইসিসি-র সাধারণ সম্পাদক এবং উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হরিশ রাওয়াত।
টুইট বার্তায় রাওয়াত জানিয়েছেন, 'আপনি তাঁর (সোনিয়া গান্ধী) রাজনীতির সঙ্গে একমত হতে পারেন বা দ্বিমত পোষণ করতেই পারেন। কিন্তু এই সত্য অস্বীকার করা যাবে না যে, পারবেন না যে সোনিয়াজি ভারতীয় নারীদের মর্যাদাবোধ, সামাজিক ভিত্তি এবং জনসেবার ক্ষেত্রে এক নতুন মাপকাঠি স্থির করেছেন।' তাঁর এই টুইট প্রধানমন্ত্রী মোদীর টুইটের সঙ্গে ট্যাগ করেছেন উত্তরাখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী।
অন্য এক টুইটে হরিশ রাওয়াত লিখেছেন, কয়েক দশক ধরে দেশের নিপীড়িত ও শোষিত মানুষের পাশে দাঁড়িয়ে তাঁদের আস্থাভাজন হয়ে উঠেছেন বিএসপি নেত্রী মায়াবতী। টুইটেই তাই সোনিয়া ও মায়াবতীকে দেশের অন্যতম সেরা সম্মান 'ভারত রত্ন' দেওয়ার দাবি তুলেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন